বিনোদন ডেস্ক : একসময় রানাঘাট স্টেশনের ধারে বসে গান গেয়ে উপার্জন করে দিন চলতো তার। আস্তানা বলতে ছিল বস্তির একটা ভাঙাচোরা বাড়ি। তবে তার গানের গলা তার ভাগ্য দিল ফিরিয়ে। লতাকন্ঠী হওয়ার সুবাদে রানু মন্ডল তার জীবনে খ্যাতি, নাম, যশ সবই পেলেন। এখন তো আবার বলিউডে তার বায়োপিক প্রায়ই মুক্তি পাওয়ার মুখে! এহেন রানু মন্ডল সেলেব্রিটি ছাড়া আর কী?
তবে এই স্টারডম নিয়েই শেষমেষ বেজায় ফেঁসে গিয়েছিলেন রানু মন্ডল। খ্যাতির ফাঁদে পা দিয়ে তার বিড়ম্বনা শুধু বেড়েছিল। আসলে তিনি যে মানসিকভাবে অসুস্থ, তাই কখন কী বলে বসেন, কী করে বসেন, তার ঠিক থাকে না কোনও। তার এই অবস্থারই সুযোগ নেন কিছু মানুষ। তাকে নিয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে ভিউ তো অনেক আসে, তবে তাতে রানু মন্ডল শুধুই ট্রোল্ড হন।
এই যেমন সম্প্রতি পূজোর সাজে সেজে সোশ্যাল মিডিয়াতে আবারও সমালোচিত হলেন রানুদি। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে মেক আপের সমস্ত সামগ্রী নিয়ে রানু মন্ডল সাজছেন। ভিডিওর শুরুতে দেখানো হয় ওই ইউটিউবার রানু মন্ডলের জন্য একটি নতুন পোশাক নিয়ে এসেছেন। যেটা দেখে তার প্রশ্ন এটা নতুন নাকি ব্যবহার করা?
এরপর তাকে যখন বলা হয় যে তার জন্য যা কিছু আনা হয়েছে সবটাই নতুন তখনই তিনি সাজগোজের জন্য রাজি হলেন। দেখা গেল রানু মন্ডলকে সুন্দর করে সাজিয়ে দিলেন একজন মেকআপ আর্টিস্ট। সাজগোজের পর তাকে দেখতে বেশ ভালই লাগছে। তবে নেটিজেনরা তার সমালোচনা করতে ছাড়লেন না তার ব্যবহারের জন্য।
নেটিজেনদের দাবি এমন সন্দেহ প্রবণতার জন্যই রানু মন্ডল তার জীবন থেকে সবকিছু হারিয়েছেন। ভাল গান গাইতে পারেন রানু মন্ডল। তার এই প্রতিভা তাকে নিয়ে গিয়েছিল মুম্বাই পর্যন্ত। সেখানে গিয়ে নামিদামী গায়কদের সঙ্গে তিনি গান গেয়েছেন। তিনি যদি এই সাফল্য ধরে রাখতে পারতেন তাহলে আজ তার জীবন আলাদা হত। তাকে ওই ভাঙাচোরা বাড়িতে ভিক্ষা করে দিন কাটাতে হত না।
যার জন্য রানু মন্ডলকে সবাই চিনেছিল, যিনি রানু মন্ডলের গানের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তাকে ভাইরাল করে তুলেছিলেন সেই অতীন্দ্র নামের সমাজ কর্মীকেও সন্দেহ করেন রানু। তাকে প্রকাশ্যে অপমান করে বসেন। তার এই স্বভাবের কারণেই তার উপর রেগে আগুন হয়ে গিয়েছিলেন ভক্তরা। এরপর যখন তিনি ভক্তদের সঙ্গেই দুর্ব্যবহার করলেন তখন তাদের রাগ চরমে পৌঁছায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।