বিনোদন ডেস্ক : একদিন আগেই শুভ বিজয়ার মাধ্যমে ইতি ঘটেছে শারদীয় দুর্গাপূজার। তবুও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ যেন দেবী দুর্গার রেশ ধরে রেখেছেন সেশ্যাল মিডিয়ায়। কখনো রাজধানীর রাজপথে, কখনো প্রান্তিক জনপদে আবার কখনো বিপণী বিতানে দেবী দুর্গার অবয়বে দেখা যাচ্ছে তাকে।
সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ফটোশুট করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সৃজনশীল আলোকচিত্র প্রতিষ্ঠান মি. মোমেন্টওয়ালার ব্যানারে ছবি তুলেছেন নাজমুল হোসেন। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ও মি. মোমেন্টওয়ালার ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করলে করলে অল্প সময়েই তা ভাইরাল হয়ে যায়। ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সবাই ছবিগুলোর প্রশংসা করেন।
ছবিতে দেখা গেছে, কখনো তিনি রাস্তার ধারে বসে খুশিমনে কুকুরকে খাবার খাওয়াচ্ছেন, কখনো ফুলের দোকানে মালা গাঁথছেন, কখনো আবার শিশুকে রাস্তা পার করতে সাহায্য করছেন। দেবী দুর্গারূপে বিভিন্ন ভূমিকায় দেখা গেছে তাকে।
শারদীয় দুর্গাপূজা শেষ হলেও ছবিগুলো নেটিজনদের ওয়ালে ওয়ালে ঘুরছে। চলছে নানা আলোচনা। সবাই প্রশংসা করছেন অভিনেত্রী এবং আলোকচিত্রীর।
এ বিষয়ে আলোকচিত্রী নাজমুল হোসেন জানান, নওশাবা আর আমি বিগত ৩ বছর যাবৎ প্রতি পূজায় একটা একটা থিম ধরে কাজ করছি। এবার আমাদের ভাবনাটা ছিলো, সব সময় দুর্গাকে তো আমরা মন্দিরেই দেখি এবার শহরে, নদীতে এবং নিম্নআয়ের মানুষের কর্মে দেখবো।
তিনি আরও বলেন, সেই ভাবনা থেকেই আমরা চেষ্টা করেছি দুর্গাকে মন্দির থেকে বের করে এনে ভিন্নভাবে ছবিতে তুলে ধরতে। আরেকটি বিষয়, আমাদের আশেপাশের সকল নারী কারও না কারও কাছে দুর্গার মতো পূজনীয়। সে বিষয়টিও তুলে ধরতে চেয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।