দুর্ঘটনার কবলে পুষ্পার শুটিং বাস, কেমন আছেন আল্লু অর্জুন

আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক : তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ল আল্লু অর্জুনের অভিনীত আসন্ন ‘পুষ্পা: দ্য রুল’ ছবির টিম। তেলেঙ্গানার নলগোন্ডা জেলার নারকেটপল্লির কাছে একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির টিমের বাস।

আল্লু অর্জুন

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে বাসে হায়দরাবাদে ফিরছিল ‘পুষ্পা: দ্য রুল’ ছবির টিম।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছবির সঙ্গে যুক্ত একাধিক কলাকুশলী। যার পরেই ওই এলাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত শিল্পীদের।

জানা গেছে, সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। তবে ওই বাসে আল্লু অর্জুন ছিলেন না বলেই খবর। যদিও এখনও পর্যন্ত দুর্ঘটনা সম্পর্কে কোন বিবৃতি প্রকাশ করা হয়নি ছবি নির্মাতাদের তরফে।

করোনা আবহের পর ২০২১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি। যেখানে দক্ষিণী তারকা আল্লু অর্জুন ব্যাপকভাবে নজর কেড়েছিল দর্শকের। এই ছবির মাধ্যমেই সর্বভারতীয় স্তরে পরিচিত মুখ হয়ে উঠেন আল্লু। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। যার পর থেকেই ছবিটির দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন দর্শক ও অনুরাগীরা।

ডুয়াল স্ক্রিনের সঙ্গে প্রায় ১ মাসের ব্যাটারি ব্যাকআপ, বাজার কাঁপাতে আসছে নকিয়ার নতুন ফোন

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। প্রথমটির চেয়ে দ্বিতীয় সিনেমাটি আরো বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। সেই সঙ্গে ছবিটির বাজেটও থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল যেখানে ১৯৩ কোটি রুপি, সেখানে এর দ্বিতীয় কিস্তির বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি।