দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী, ব্যবসায়ী ভিকি জৈন। গত ৩ দিন ধরে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিচালক সন্দীপ সিং জানান, এ দুর্ঘটনায় ভিকির ডান হাতে একাধিক কাঁচের টুকরো ঢুকে যায়। ফলে তার হাতে ৪৫টি সেলাই দিতে হয়েছে। তবে কোথায়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ভিকির পাশে ছিলেন অঙ্কিতা। তার ডান হাতের কনুই থেকে কবজি পর্যন্ত পুরোপুরি ব্যান্ডেজ করা। এক ফ্রেমে অঙ্কিতাকে তার মুখ ঢেকে কাঁদতে দেখা যায়। আরেকটি ছবিতে তাকে ভিকিকে পানি খাওয়াতে দেখা গেছে।
এক পোস্টে সন্দীপ সিং লেখেন, “যন্ত্রণাদায়ক একটি দুর্ঘটনার পর, যেখানে বহু কাঁচের টুকরো ভিকির হাতে ঢুকে যায়, ৪৫টি সেলাই দিতে হয়। তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তবু তার মনোবল অটুট। সে আমাদের হাসিয়েছে, যেন কিছুই ঘটেনি। অঙ্কিতা লোখান্ডে তুমিও সত্যিই এক সুপার ওম্যান।”
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘ ছয় বছর একসঙ্গে ছিলেন। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের ব্রেকআপ হয়। এরপর ভিকি জৈনর সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা; যা পরিণয় পেয়েছে।
নেট দুনিয়ায় সেরা কিছু ওয়েব সিরিজ, যা দেখলে চোখ সরাতে পারবেন না!
রিয়েলিটি শো দিয়ে অঙ্কিতার শোবিজ অঙ্গনে পথচলা শুরু। এরপর ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করছেন। কঙ্গনা রাণৌত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ সিনেমাতেও দেখা গেছে তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।