জুমবাংলা ডেস্ক : আপিল বিভাগের এজলাস কক্ষে বিচার চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। বুধবার (৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে বিচারকালে অসুস্থ হয়ে পড়েন বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
বুধবার (৩ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়। এই বেঞ্চের সদস্য বিচারপতি হিসেবে বিচার করছিলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেন অসুস্থ হয়ে পড়ার পর। প্রধান বিচারপতিসহ বেঞ্চের অন্য বিচারপতিরা বিচারকাজ মুলতবি রেখে খাসকামরায় চলে আসেন। পরে সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে যান।
এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।