বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচনার ইস্যু হয়ে দাঁড়িয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।বিশ্বজুড়ে খবর আসছে এই প্রযুক্তির কারণে অনেকের চাকরি চলে যাচ্ছে। পুরোনো কর্মীর জায়গায় কাজ করছে এআই। তবে এবার সরাসরি মন্ত্রিপরিষদে নিয়োগ পেল এআই। ইউরোপের বলকান অঞ্চলের দেশ আলবেনিয়ায় একজন ‘এআই নারী’কে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আলবেনিয়ার জনসংখ্যা ২৮ লাখ। তবে মানুষ কম হলেও দুর্নীতি প্রবল এখানে। আর একারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হতে পারছে না তারা। এখন থেকে আলবেনিয়ার দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে দায়িত্বশীল থাকবেন এই মন্ত্রী। তার নাম রাখা হয়েছে দিয়েল্লা। আলবেনীয় ভাষার শব্দ ‘দিয়েল্লা’-এর অর্থ সূর্য।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সভার সদস্যদের সঙ্গে দিয়েল্লার পরিচয় করিয়ে দেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা এবং বলেন, এখন থেকে আলবেনিয়ার বিভিন্ন সরকারি প্রকল্পে কোনো বেসরকারি সংস্থা কাজ করলে সেটির দরপত্র থেকে শুরু করে সরকারি ক্রয় ও ব্যয়ের ওপর নজরদারি করবেন দিয়েল্লা। এটিই হবে তার প্রধান কাজ এবং দায়িত্ব।
দুর্নীতিকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না আলবেনিয়া। গত মে মাসের নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছেন বামপন্থি এদি রামা। এক সাক্ষাৎকারে বিবিসিকে তিনি জানান, এই মুহূর্তে তার প্রধান এবং একমাত্র লক্ষ্য দুর্নীতি নিয়ন্ত্রণ। কারণ আগামী ২০২৭ সালের মধ্যে ইইউর সদস্যপদ লাভের লক্ষ্য নিয়েছে দেশটির সরকার।
এদি রামা বলেন, ‘দিয়েল্লার একামাত্র চাহিদা হলো চার্জ পূর্ণ থাকার মতো বিদ্যুৎ। এটা ছাড়া তার আর কোনো চাহিদা নেই, ফলে সে নিজে কখনও দুর্নীতিতে জড়াবে না। দিয়েল্লার নজরদারিতে প্রতিটি দরপত্র শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে। সরকারি ক্রয় কিংবা ব্যয় সংক্রান্ত তথ্যে কোনো গোঁজামিল থাকলে দিয়েল্লা তা সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারবে। আমার বিশ্বাস— সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।