দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মো. আকবর আজিজী বলেছেন, আগামী নির্বাচনের পর দেশ পরিচালনায় কারা দায়িত্ব নিবেন এটা জনগণই নির্ধারণ করে দিবে। আমরা একাধিকবার বলছি, দুর্নীতিগ্রস্ত লোককে পার্লামেন্টে পাঠিয়ে ভালো সরকার কেন আশা করেন?

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুদক কমিশনার বলেন, ভালো সরকার পেতে হলে দুর্নীতিমুক্ত মানুষকে নির্বাচিত করতে হবে। আমাদের মূল্যবান ভোট যেন অপাত্রে না যায়।
আকবর আজিজী বলেন, নির্বাচনে আমরা মানুষ বাছাই করে নিব। প্রার্থী পূর্বে সরকারি চাকরিজীবী বা শিক্ষক হন না কেন, আমরা দেখব তার সততার খ্যাতি আছে কি না কিংবা কর ফাঁকি দেয়ার দুর্নাম আছে কি না। এগুলো যদি না থাকে তাহলে সবার উচিত ভালো মানুষকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠানো। তবেই আমরা ভালো সরকার পাবো। তবেই আমাদের ভোটাধিকার, মানবাধিকার, ন্যায়বিচার সবকিছু সমুন্নত হবে।
দুদক কমিশনার আরও বলেন, দেশে দুর্নীতি এমন পর্যায়ে গেছে, আমরা আগে শুনেছিলাম, শাল গাছ যতোটা খাড়া, ততোটা গাঁড়া। অর্থাৎ উপরে যতদূর যায়, নিচেও ততোদূর যায়। দুর্নীতিও শাল গাছের মতো গভীরে পৌঁছে গেছে। এটাকে ছোট-ছোট খুন্তি দিয়ে উপড়ানো আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। সম্ভব না বলে ছেড়ে দিব এমন না।
ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য : এনবিআর চেয়ারম্যান
তিনি বলেন, আমাদের কমিশনের মধ্যেও যারা দুর্নীতিগ্রস্ত আছেন, তাদেরকে ড. মোমেন কমিশন সামান্যতম ছাড় দিচ্ছে না। ডিএডি থেকে ডাইরেক্টর পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। যার যা ত্রুটি আমাদের সামনে এসেছে, আপাতাত সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত চালু আছে। তদন্ত যদি প্রমাণ পাওয়া যায় অবশ্যই তারা তাদের প্রাপ্য পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



