অরিজিৎ সিংয়ের গানে গানে দুর্দান্ত ডান্স দিলো সুন্দরী যুবতী

ড্যান্স

বিনোদন ডেস্ক : “দোল দোল দোল,দোল পাল তোল”… বিগত কিছুদিন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এই গানের অসংখ্য ভিডিও ও নাচের পারফরম্যান্স চোখে পড়বে। বাংলা যুগান্তকারী গানের মধ্যে অন্যতম এই গান অরিজিৎ সিং এর গলায় নতুন ভাবে উঠে আসার পর থেকেই দর্শকদের মনে গেঁথে গেছে গানটি।

ড্যান্স

লতা মঙ্গেশকর ও হেমন্ত মুখার্জীর গাওয়া চিরনতুন এই গানের নব উপস্থাপনা ইতিমধ‍্যে মানুষের পছন্দের তালিকায় চলে এসেছে। সম্প্রতি এই গানের তালে এবার দেখা মিলল এক অসম্ভব সুন্দর ডান্স কভার এর।

এই যুগান্তকারী গানের তালে নিজস্ব স্টাইলে নৃত্য পরিবেশন করেছেন এক যুবতী বৌদি যা নজর কেড়েছে প্রত্যেকের। নীল শাড়িতে সাবেকি সাজে নিজের বাড়ির ছাদে অসাধারণ নেচেছেন তিনি। সঙ্গে মাথায় গজা ফুল তার সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে ।

খোলা আকাশের নিচে গানের ভাবের সাথে সাদৃশ‍্য রেখে তিনি যেভাবে যথানুরূপ পারফর্ম করেছেন তা এককথায় অনবদ্য। গানের তালে এ যুবতীর মিষ্টি হাসি আর সঙ্গে নাচ মুগ্ধ করেছে দর্শকদের।

UBIRUNGIA নামের একটি ইউটিউব চ্যানেল থেকে মাত্র একদিন আগে প্রকাশ করা হয়েছে এই ভিডিওটি যা ইতিমধ্যে পৌঁছে গেছে ২৪ হাজার মানুষের কাছে। বহু মানুষ তার নাচের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন অনবদ্য কেউবা লিখেছেন দারুন হয়েছে। সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছে ভিডিওটি জুড়ে। আপনিও দেখে নিন এই নৃত্যশিল্পীর প্রয়াস।