বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরেছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দুই যুবতী তিথি ও ইতি নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে।
পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তাদের শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে যে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সম্প্রতি তিথি ও ইতি এই দুই যুবতী নিজেদের যে নাচের ভিডিওর সূত্র ধরে চর্চায় উঠে এসেছেন, সেখানে তাদের একটি অসমীয়া গানের সাথে সবুজে ঘেরা প্রকৃতির মাঝেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। বর্ণালী কালিতার জনপ্রিয় গান ‘ও পাহাড়িয়া মন’এর তালেই দেখা মিলেছে তাদের। মানানসই সাজেও সেজে উঠেছিলেন এই দুই যুবতী।
৯ মাস আগে নিজেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘এসটিএস ফোক ক্রিয়েশন’ থেকে নিজেদের এই নাচের ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন তারা। এই মুহূর্তে তাদের সেই নাচের ভিডিওটি ১৮ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তাদের নাচ দেখে তাদের প্রশংসায় ভরিয়েছেন নেটজনতার একাংশ। সেকথা ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।