দুর্দান্ত ড্যান্স দিলো বাঙালি খুদে, তুমুল ভাইরাল ভিডিও

দুর্দান্ত ড্যান্স দিলো বাংগালী খুদে

বিনোদন ডেস্ক : নেহা কক্করের গানে অসাধারণ ভঙ্গিতে নাচ করতে দেখা গেল এক ছোট্ট শিশুকে। শিশুটির বয়স তিন থেকে চার বছর। আর এরই মধ্যে নাচের দিক থেকে অসাধারণ পারদর্শী মেয়েটি। তেমনটাই দেখা গিয়েছে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে। প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাই। বয়স অনুযায়ী এক একটা ভিডিও একটা বয়সের মানুষের ভালো লাগে।

দুর্দান্ত ড্যান্স দিলো বাংগালী খুদে

তবে কিছু ভিডিও রয়েছে যেগুলি সকলের ভালো লাগে। ছোট্ট ছোট্ট শিশুদের কে না ভালোবাসে। তাদের মিষ্টি মুখের হাসি দেখলেই মন ভরে যায়। ওদের কাছে স্মার্টফোন নেই। কিন্তু তাতেও ওরা সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ।মা বাবা কিংবা আত্মীয়-পরিজনের ছোট্ট ছোট্ট শিশুদের বিভিন্ন ক্রিয়া-কলাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা অচিরেই ভাইরাল হয়ে যায়।

প্রত্যেকদিন এমনই কত ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করে। কখনো দেখা যায় যুবক যুবতীদের মত হাবভাব করছে কোন একটি শিশু। কখনো আবার তাদের অদ্ভুত কিছু ক্রিয়া-কলাপ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে লকডাউন চলাকালীন সময়ে কর্মব্যস্ততা বলতে সেরকম কিছু ছিল না। বাড়ির মানুষেরা বাড়িতেই থাকতেন। মা-বাবা অফিস কাছারিতে না গিয়ে সময় দিতেন নিজেদের বাড়িতে থাকা

শিশুসন্তান কে। কেয়ারটেকারের কাছে মানুষ হতো যে শিশুগুলি, তারা কিছুটা হলেও মা-বাবার ভালোবাসার স্বাদ পেয়েছে এই লকডাউনের কারণে। কিছুদিনের জন্য হলেও সন্তানকে লালন-পালন করে বড় করে তোলার দায়িত্বটা নিজের হাতে পালন করেছেন চাকুরিজীবি মা বাবারা।

তাই ঘরের কাজ বাদ দিয়ে বাকি সময়টা ছোট ছোট শিশু গুলিকে নিয়ে আনন্দে কেটে গিয়েছে লকডাউনের দিনগুলি। এই সময়ে মা-বাবার সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছে শিশুরা। তাদের মা-বাবা নিজেদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলের তাদের শিশুটির বিভিন্ন ক্রিয়া-কলাপের ভিডিও ছবি সবটা প্রকাশ করেছে।

সেই সকল ছবি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। হবেনাই বা কেন। শিশুদের সকলেই পছন্দ করে। “লাভ লাইনস” নামক একটি ফেসবুক পেজ থেকে সাম্প্রতিক একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে একটি ছোট্ট শিশু বড়দের মতো পোশাক পড়ে অসাধারণ ভঙ্গিমায় নেচে চলেছে।

ব্যাকগ্রাউন্ডে বাজছে নেহা কক্করের একটি গান , “তু আপনা খেয়াল রাখ্যা কার”। সেই গানের তালে নাচছে শিশুটি। সম্ভবত তার বাড়ির লোকজন ভিডিওটি নিজেদের মুঠোফোনে বন্দী করে নিয়েছেন। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট। অত্যন্ত দ্রুতগতিতে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।

কম বয়সী ছেলেদের প্রতি কেন নারীদের বেশী আকর্ষণ

আজকালকার মা-বাবারা নিজেদের সন্তানদের শুধুমাত্র পড়াশোনার মধ্যে বন্দি করে রাখতে চান না। একইসঙ্গে নাচ, গান, ক্যারাটে থেকে শুরু করে সব শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তারা। এই ভিডিওটি তারই প্রমাণ। দেখে মনে হবে শিশুটি ছোট থেকেই নাচের প্র্যাকটিস করছে।