বিনোদন ডেস্ক : ‘দ্য রক’ নামে পরিচিত সাবেক রেসলার ও জনপ্রিয় হলিউড তারকা ডোয়াইন জনসনের ঠাটবাটই আলাদা। কখন কী করে বসবেন, তা আগে থেকে আঁচ করা শক্ত। যখন তখন মুড সুয়িং হয় তার। রেগে গেলে সহকর্মীদের সঙ্গে মারপিটও শুরু করে দেন। একইসঙ্গে একটি বিচিত্র অভ্যাসও আছে তার। সময় বাঁচাতে তিনি নাকি বোতলে প্রস্রাব করেন।
বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, ডোয়াইন জনসনের বোতলে প্রস্রাব করার অভ্যাস নিয়ে অস্বস্তিতে পড়তে হয় সকলকে। ওয়ার্কআউটের সময় হোক বা শ্যুটিংয়ের সময়, প্রস্রাব পেলে তিনি নাকি টয়লেটে যেতেই চান না। সময় বাঁচাতে সঙ্গে যে পানির বোতল থাকে সেখানেই প্রস্রাব করেন। আর সেই বোতল ফেলতে হয় তার সহকারী বা শ্যুটিং ফ্লোরের কর্মীদের, যা নিয়ে বিরক্ত সবাই।
সম্প্রতি ‘রেড ওয়ান’ ছবির শ্যুটিং করছিলেন ডোয়েইন জনসন। ছবির নির্মাতা বিরক্ত হয়ে বলেছেন, ডোয়েইন জনসনের সঙ্গে কাজ করা মানেই রক্তচাপ বেড়ে যাওয়া। কারণ শ্যুটিংয়ে ইচ্ছা করেই দেরি করেন তিনি। তাতে কোটি কোটি টাকার ক্ষতি হয়।
২৫০ কোটি বাজেটের ছবিতে কয়েক ঘণ্টা দেরি করে হাজির হওয়ায় ডোয়েইন জনসনের জন্য ৫০ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।