বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পেট্রোল ডিজেলের জমানা শেষ হতে চলেছে। পরিবেশের কথা মাথায় রেখে বাজারে বাড়ছে বিদ্যুৎ চালিত গাড়ির চাহিদা। চরচাকা গাড়ির পাশাপাশি দুই চাকার বাহনেও এখন ইলেকট্রিক গাড়ির বিপ্লব। সব ঠিক থাকলে চলতি বছরের একাধিক কোম্পানি লঞ্চ করতে পারে তাদের ইলেকট্রিক অপশন। হিরো মোটো কর্পের মতো হার্লে ডিভিডশনের মতো আন্তর্জাতিক কোম্পানিও ইলেকট্রিক বাইকের সেগমেন্টে পথ চলা শুরু করতে চলেছে ২০২৩ সালে।
শুরুতে আসা যাক হিরোর কথায়। Hero Electric AE-47 – কে কেন্দ্র করে ইতিমধ্যে কিছু প্রত্যাশা তৈরি হয়েছে। অটো এক্সপোতে ইতিমধ্যে এই বাইকের মডেল দেখানো হয়েছিল। আশা করা হচ্ছে চলতি বছরের কোম্পানির পক্ষ থেকে এটি লঞ্চ করা হবে। বাইকের মাইলেজ হতে পারে আনুমানিক ১৫০ কিলোমিটার। অর্থাৎ একবার চার্জ দিলে বাইক ছুটবে টানা দেড়শ কিলোমিটার পর্যন্ত। ব্যাটারি ব্যাপারে থাকতে পারে চমক। শোনা গিয়েছে হিরোর এই বাইকে ব্যাটারি বদল করার সুবিধা থাকবে। মানে কোনো ব্যাটারির চার্জ একবার ফুরিয়ে গেলে অন্য ব্যাটারি দিয়ে সেটা বদলে ফেলতে পারবেন রাইডার। বাইকটির দাম হতে পারে এক থেকে দেড় লক্ষ টাকা।
ফিচার কিংবা লুকসের দিক থেকে হিরোকে টক্কর দিতে পারে Raptee Electric Bike। প্রিমিয়াম বাইক সেগমেন্টে অনেকের নজর আকর্ষণ করতে পারে রাপতে কোম্পানির এই বাইক। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। দাম অনেকটাই বেশি হতে পারে, আনুমানিক ৩ লক্ষ টাকা। এই বাইকটিও চলতি বছর বাজারে আসতে পারে বলে করা হচ্ছে।
প্রিমিয়াম সেগমেন্টের কথা যখন উঠেছে তখন বলতে হবে Harley Davidson LiveWire S2 Del Mar। ফিচার এবং গতি, এই দুটো জিনিস হতে পারে বাইকটির ইউএসপি। বাইকটি ১০০ কিলোমিটার গতি ছুঁতে সময় লাগবে তিন সেকেন্ডের একটু বেশি সময়। দাম অনেকটাই বেশি হতে পারে। আনুমানিক ২০ লক্ষ টাকা হতে পারে LiveWire S2 Del Mar এর দাম।
ভারতীয় বাজারে অল্প সময়ের মধ্যে আধিপত্য বিস্তার করেছে KTM। kTM Duke যুব সমাজের মধ্যে বেশ জনপ্রিয়। চলতি বছরে আসতে পারে কেটিএম ডিউকের ইলেকট্রিক ভার্সন। ভারতীয় গ্রাহকদের কথা মাথায় রেখে ভালো মাইলেজের ব্যবস্থা থাকতে পারে বাইকে। আনুমানিক ১০০ কিমি মাইলেজ দিতে পারে ডিউকের ইলেকট্রিক ভার্সন। দাম রাখা হতে পারে দেড় লাখ টাকার আশেপাশে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।