দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সম্প্রতি তাদের গোপন বাগদানের খবর ছড়িয়ে পড়তেই আবারও আলোচনায় উঠে এসেছে এই তারকা যুগল।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসে ব্যক্তিগত পরিসরে আংটি বদল করেছেন বিজয় ও রাশমিকা। এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়, যা দিন দিন আরও জোরালো হচ্ছে।
গুঞ্জন অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। এমন পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন রাশমিকা মান্দানা।
এক আলাপচারিতায় বিজয় দেবরকোণ্ডার সঙ্গে তার সম্পর্ক ও বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রাশমিকা বলেন, গত চার বছর ধরেই এই ধরনের আলোচনা চলছে। একই প্রশ্ন বারবার শুনে তিনি অভ্যস্ত হয়ে গেছেন বলেও জানান অভিনেত্রী। তবে এখনই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলতে চান না বলে স্পষ্ট করেন তিনি।
রাশমিকার ভাষ্যে, ‘এই গুঞ্জন তো চার বছর ধরেই চলছে। মানুষ একই প্রশ্ন বারবার করছে এবং সুখবরের অপেক্ষায় রয়েছে। কিন্তু আমি তখনই এই বিষয়ে কথা বলব, যখন সত্যিই বলার মতো সময় আসবে।’
এদিকে ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরে একটি রাজপ্রাসাদে তাদের বিয়ের আয়োজন হতে পারে। ২০২৫ সালের ডিসেম্বরে দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিল, উদয়পুরের এক রাজকীয় প্রাসাদেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।
সূত্র জানায়, বাগদানের মতো বিয়ের অনুষ্ঠানও হবে একেবারেই ঘরোয়া। সেখানে উপস্থিত থাকবেন শুধু পরিবারের সদস্য ও কাছের বন্ধু-বান্ধবরা।
তবে এই সব জল্পনার মাঝেই হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক বক্তব্যে রাশমিকা জানান, তিনি এখনই বিয়ে নিয়ে কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চান না। তার কথায়,
‘আমি বিয়ে নিয়ে কিছু কনফার্ম বা ডিনাই করছি না। শুধু এটুকু বলব—যখন সময় আসবে, তখনই সবাইকে জানানো হবে।’
উল্লেখ্য, বাগদানের গুঞ্জনের পর বিজয় ও রাশমিকার আঙুলে আংটি দেখা গেলেও, এ বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি। আড়াল না করলেও সরাসরি স্বীকারও করেননি। সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়া গেলেও পাপারাজ্জিদের নজর এড়াতে পারেননি এই তারকা জুটি। এখন অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


