জুমবাংলা ডেস্ক : ফেনীতে প্রথমবারের মতো সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) শহরের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে দিনব্যাপী সম্মেলন আয়োজন করে ‘ফেনী সাহিত্য সভা’।
সম্মেলনের আহ্বায়ক কবি শাবিহ মাহমুদ সভাপতিত্বে সম্মেলনের বিভিন্ন পর্বে জেলা প্রশাসক সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক. পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, কথাসাহিত্যিক নাসরীন জাহান, মসিহ উদ্দিন শাকের, এজাজ ইউসুফী, আশরাফ আহমেদ, আহমেদ মাওলা, কবি মঞ্জুর তাজিম, বকুল আক্তার দরিয়াসহ দুই শতাধিক কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন।
সৈকত রায়হান ও শামীম পাটোয়ারীর সঞ্চালনায় সম্মেলনে সেলিম আল দীন সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। এ বছর এ পুরস্কার পেয়েছেন বিশিষ্ট লেখক ও চিত্তক ড. সলিমুল্লাহ খান। এছাড়াও ফেনীর ১০ জন সাহিত্যিককে ‘গুণী লেখক সম্মাননা’ দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।