বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন এন্ট্রি লেভেল ইলেকট্রিক স্কুটার এমও ৫০ নিয়ে এসেছে স্পেনের ইলেকট্রিক ভেহিকেল নির্মাতা প্রতিষ্ঠান সিট। এটি ৫০ সিসি ক্ষমতা সম্পন্ন স্কুটার বলে জানিয়েছে কোম্পানি।
আকর্ষণীয় ডিজাইনের ই-স্কুটারে রয়েছে অ্যাপ্রন-মাউন্টেড সার্কুলার এলইডি হেডল্যাম্প, সাথে ডিআরএল। এছাড়া রয়েছে আপরাইট উইন্ডস্ক্রিন, চওড়া হ্যান্ডেলবার, অ্যাঙ্গুলার মিরর, ফ্ল্যাট ফুটবোর্ড, সিঙ্গেল পিস স্টিপ্ড-আপ সিট, স্প্লিট-টাইপ গ্র্যাবরেল, ট্যাপার রিয়ার সেকশন এবং স্লিক এলইডি টেললাইট।
রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটিসহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ১৫ ইঞ্চি অ্যালয় হুইল। গতি বাড়ানোর জন্য রয়েছে ৭.৩ কিলোওয়াট হাব-মাউন্টেড ইলেকট্রিক মোটর। আছে ৫.৬ কিলোওয়াট ব্যাটারি প্যাক। মোটরের সর্বোচ্চ আউটপুট ৯.৭ বিএইচপি। একবার ফুল চার্জে স্কুটারটি ১৭০ কিলোমিটার যাবে।
চালকের সুরক্ষায় রয়েছে উভয় চাকায় ডিস্ক ব্রেক, রি-জেনারেটিভ ব্রেকিং সিস্টেম। এতে তিনটি রাইটিং মোড ব্যবহার করা হয়েছে সিটি, স্পোর্ট এবং ইকো। সাসপেনশন হিসেবে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে সাইড মাউন্টেড মোনোশক ইউনিট রয়েছে। আগামী বছরের শুরুতে বাজারে পাওয়া যাবে এই স্কুটার। এর বাজার মূল্য জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।