বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের বাজারে বর্তমানে জনপ্রিয় স্কুটার হল বৈদ্যুতিক স্কুটার। বিভিন্ন সংস্থা বৈদ্যুতিক স্কুটার তৈরির জন্য নিজেদের প্রস্তুত করছে। কম দামে একাধিক ফিচার্স নিয়ে হাজির হচ্ছে নানান কোম্পানির বৈদ্যুতিক স্কুটার। লড়াইয়ের মাঠে প্রতিদ্বন্দ্বী দিনের পর দিন বেড়েই চলেছে তা স্পষ্ট। এবার বাজারে এলো E-Sprinto Amery বৈদ্যুতিক স্কুটার।
গ্রাহকের চাহিদা ও বাজেটের উপর ভিত্তি করে একাধিক ফিচার্স নিয়ে বেশ কম দামে হাজির হয়েছে এই স্কুটার। ১৪০ কিলোমিটার রেঞ্জের এই স্কুটার এবার ভারতের বাজারে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠতে চলেছে। লঞ্চ হওয়ার দুই সপ্তাহের মধ্যে স্কুটারটি ১০০০ বুকিং সম্পন্ন করেছে। হায়দ্রাবাদ, বেঙ্গালুরুর মতন শহরে এই স্কুটারের জনপ্রিয়তা বেশ বৃদ্ধি পেয়েছে।
স্কুটারে রয়েছে ৬০V ৫০ AH ব্যাটারি। এটিতে রয়েছে ২৫০০ ওয়াট বিএলডিসি মোটর যা গাড়ির পারফরম্যান্সকে আরও উন্নত করে। প্রতি ঘন্টায় স্কুটারটি ৬৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম বলেও দাবি করেছে সংস্থা। গাড়িটির ওজন বেশ কম হওয়ায় গ্রাহকদের মধ্যে জনপ্রিয় হয়েছে এটি।
ক্যামেরার সামনে উদ্দাম ড্যান্স দিয়ে উঞ্চতা ছড়ালেন সুন্দরী যুবতী
ওজন কম হওয়ায় গাড়িটি ব্যবহারে বেশ সুবিধাজনক হয়ে উঠবে। স্কুটারটি তিনটি আকর্ষণীয় রঙে উপলব্ধ রয়েছে। একটি হোয়াইট, স্টার্ডি ব্ল্যাক ও হাই স্পিরিট ইয়েলো। স্কুটারটি ব্যবহারের সুবিধার জন্য এতে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, অ্যান্টি থেপট অ্যালার্ম, রিমোট কন্ট্রোল লক ছাড়াও রয়েছে মোবাইল চার্জ দেওয়ার সুবিধা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।