আন্তর্জাতিক ডেস্ক : এখন থেকে রাশিয়ার ই-ভিসার জন্য আবেদন করতে পারবে ৫৫ দেশের নাগরিকরা। চলতি মাসের ১ তারিখ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে রাশিয়া ভিসা পাওয়া আরো সহজ হবে। এ ক্ষেত্রে ভিসার জন্য কনস্যুলেট বা দূতাবাসে যেতে হবে না।
তবে এই ভিসার মেয়াদ হবে দুই মাস। আর এক টানা পর্যটকরা ১৬ দিনের বেশি রাশিয়ায় অবস্থান করতে পারবেন না।
পর্যটক সংখ্যা বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে রাশিয়া।
ই-ভিসা পাওয়ার তালিকায় আছে চীন, ভারত, ভিয়েতনাম, বুলগেরিয়া, ডেনমার্ক, জার্মানি, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।