জুমবাংলা ডেস্ক : বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে ৭৬ শিক্ষক-কর্মচারী পেয়েছেন সুখবর। এদের মধ্যে ৩২ শিক্ষক জ্যেষ্ঠ প্রভাষক হয়েছেন, একই সাথে উচ্চতর স্কেল পেয়েছেন কারিগরির ৪৪ জন শিক্ষক কর্মচারী। আর ৬ জন শিক্ষককে বিএড স্কেল দেয়া হয়েছে।
সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) এ ওয়াই এম জিয়াউদ্দিন আল-মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও অনুমোদন কমিটির ২৭তম সভার সিদ্ধান্তের আলোকে তাদের এসব স্কেল দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।