বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অবসর সময়ে বসে বসে সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন? একটার পর একটা ভিডিয়ো দেখতে দেখতে কখন ঘণ্টা পার করে ফেলেছেন, তা বুঝতেই পারেন না। তারউপরে আজকাল ভিডিয়ো, শর্টস, রিলস-এর রমরমা তুঙ্গে।
ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে ভিডিয়ো বানিয়েও অনেক টাকা আয় করা যায়। কিন্তু যে কোনও ভিডিয়ো বানানোই অনেক সময় সাপেক্ষ। ফলে অবসর সময়টাকেও কাজে লাগান। ভিডিয়ো বানিয়ে নয়, দেখে।
এবার ভিডিয়ো বানিয়ে নয়, ভিডিয়ো দেখেই আয় করতে পারবেন অনেক টাকা। এমনটাই জানা গিয়েছে যে, ভিউয়ারদের জন্য এই বিশেষ পরিষেবা আনতে চলেছে লাইকস্টেজ নামক একটি সংস্থা।
আর এই গোটা পদ্ধতিটির নাম ‘ভিউয়ার্স আর্নিং’। যাতে আপনাকে শুধু ভিডিয়ো দেখতে হবে। আর আপনি কতক্ষণ ভিডিয়ো দেখছেন, তারউপরই নির্ভর করবে টাকার পরিমাণ।
জানা গিয়েছে, শুধু ভিডিয়ো নয়। এই কমিউনিটিতে ঢুকে সিনেমা, খেলা, কমেডি যে কোনও বিভাগে ভিডিয়ো দেখলেই মিলবে মোটা টাকা। তাহলে বুঝতেই পারছেন সিনেমা দেখেই আয় করতে পারবেন টাকা।
তবে মনে করা হচ্ছে ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যার্টফর্মকে চ্যালেঞ্জ করতেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই আমেরিকায় এর কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্য়ে ভারতে ট্রায়াল রান শুরু হবে বলেই জানিয়েছে কোম্পানি।
তবে আপনি চাইলে YouTube থেকেও টাকা আয় করতে পারবেন। এখন ইউটিউব থেকে একাধিক কনটেন্ট নির্মাতারা ভাল টাকা আয় করেন। ভারতে ক্যারি মিনাটি কিংবা আমেরিকার মিস্টার বিস্ট সকলেরই ইউটিউব থেকে প্রচুর টাকা আয় করেন।
তবে নতুন চ্যানেল হলে আপনার কাছে এটি একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন, তাহলে আপনাকে এখন কয়েক মাস অনেক পরিশ্রম করতে হবে। তারপরেই টাকা আয় করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।