Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ওয়েবসাইট দিয়ে কীভাবে ইনকাম করা যায়
    বিজ্ঞান ও প্রযুক্তি

    ওয়েবসাইট দিয়ে কীভাবে ইনকাম করা যায়

    Shamim RezaMarch 17, 20227 Mins Read
    Advertisement

    বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ, যেখানে আপনি চাইলে ঘরে বসে অর্থ উপার্জন করতে পারেন খুব সহজেই। এই সময়ে ওয়েবসাইট থেকে টাকা আয় করাটাও উপার্জনের খুব জনপ্রিয় একটি পথ।

    ওয়েবসাইট দিয়ে ইনকাম

    বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে ওয়েবসাইট থেকে টাকা আয়ের পথটি সত্যি খুব কার্যকর। আপনার জন্য রয়েছে ফ্রিল্যান্সিং, ওয়েবসাইট তৈরিসহ আরও অনেক সহজ পথ, যার মাধ্যমে আপনি চাইলেই অর্থ উপার্জন করতে পারেন।

    ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করতে হলে আপনার কী লাগবে? প্রথমেই লাগবে একটি ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি লাইফটাইম প্যাসিভ ইনকাম করতে পারেন। ওয়েবসাইট খুলে টাকা উপার্জনের সকল বিষয় নিয়েই আজকের এই আর্টিকেল।

    টয়লেটের চেয়ে বেশি জীবাণু মোবাইলের স্ক্রিনে

    ওয়েবসাইট খুলে সত্যিই কি টাকা আয় করা যায়

    অনলাইন ইনকামের ক্ষেত্রে আমরা অনেকেই এই প্রশ্ন নিয়েই চিন্তা করি। সত্যিই কি ওয়েবসাইট থেকে টাকা আয় করা সম্ভব? হ্যাঁ, আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনার সে বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা অবশ্যই জরুরি।

    আপনি যদি সত্যিই ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই এই লেখা সম্পূর্ণ পড়ুন। একটি সুন্দর গোছানো ওয়েবসাইট তৈরি করে আপনি চাইলে ভালো পরিমাণে আয় করতে পারবেন। তবে এ ক্ষেত্রে প্রথমেই আপনাকে ইউনিক সব বিষয় ও আইডিয়া প্রয়োগের জন্য আমরা অনুরোধ করছি।

    আমরা প্রতিদিন ইন্টারনেটে প্রচুর সার্চ করছি। একেক তথ্যের জন্য একেক ওয়েবসাইটে ঢুঁ মারছি আমরা। খেয়াল করুন, নির্দিষ্ট কিছু তথ্যের জন্য আপনি সেই ওয়েবসাইটেই যান, যেখানে সংশ্লিষ্ট তথ্যগুলো গোছানোভাবে থাকে। এ কারণে ওয়েবসাইট তৈরির আগে আপনাকে শুরুতেই ঠিক করতে হবে, কোন ধরনের তথ্য নিয়ে আপনি কাজ করবেন। এর পরের ধাপেই সংশ্লিষ্ট সব তথ্য গুছিয়ে নিতে হবে। এবার আপনাকে ওয়েবসাইটের ডিজাইন ঠিক করতে হবে। এমনভাবে ওয়েবসাইট ডিজাইন করতে হবে, যাতে প্রয়োজনীয় সব তথ্য খুবই গুছিয়ে উপস্থাপন করা যায়। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ও ডিজাইন সুন্দর হলে অবশ্যই আপনার ওয়েবসাইট ভিজিটর আসতে শুরু করবে, এবং সময়ের সঙ্গে ভিজিটর সংখ্যা বাড়বে। এভাবেই আপনি টাকা উপার্জনের পথে আপনি অনেকটা এগিয়ে যাবেন।

    নারীদের প্রশংসা করতে গিয়ে ভুলেও যা বলবেন না

    ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্নভাবে আয়
    এবার মূল পর্বে আসা যাক। আপনি চাইলে বিভিন্ন উপায়ে ওয়েবসাইট দিয়ে টাকা উপার্জন করতে পারবেন। যেমন—অ্যাডসেন্স, লোকাল বিজ্ঞাপন, কনটেন্ট রাইটিং, ই-কমার্স, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, পেইড রিভিউ ও ট্রাফিক সেল। এই প্ল্যাটফর্মগুলো থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তবে অবশ্যই সঠিক পথে সঠিকভাবে কাজ করে যেতে হবে আপনাকে। তবেই আপনি সফল হতে পারবেন।

    অ্যাফিলিয়েট মার্কেটিং করুন
    অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমান সময়ে অনলাইন ইনকামের অন্যতম জনপ্রিয় মাধ্যম। ব্লগ কিংবা ওয়েবসাইট থেকে টাকা উপার্জনের অসাধারণ একটি পথ হচ্ছে Affiliate Marketing। যেকোনো একটি প্রোডাক্ট প্রমোটের মাধ্যমে একটি অ্যাফিলিয়েট ব্লগ থেকে আপনি আয় করতে পারবেন।

    এ ক্ষেত্রে দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত বিভিন্ন পণ্যের রিভিউ লিখে ব্লগ তৈরি করতে পারেন। এর সঙ্গে বিভিন্ন প্রোডাক্টের লিংক কানেক্ট করে দিতে পারেন, যা সে প্রোডাক্টের সঙ্গে সম্পর্কিত। এই লিংকগুলো ক্লিক করে যদি কেউ রিভিউ করা প্রোডাক্ট কিনে থাকে, তাহলে সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। আর এই পদ্ধতিকেই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং।

    আপনি চাইলে আপনার ওয়েবসাইটকে প্রোমোট করে ভিজিটরদের থেকে ই-মেইল সাবস্ক্রাইবার, এবং সরাসরি সাবস্ক্রাইবও নিতে পারেন।

    অ্যাফিলিয়েট প্রোগ্রামের ওপর নির্ভর করে আপনি একটি কমিশন পাবেন। এই প্ল্যাটফর্মে প্রোডাক্ট অথবা সার্ভিসের ৩০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত কমিশন আপনি পেতে পারেন। ধরুন, আপনি যদি ১০০ ডলারের একটি বই বিক্রি করিয়ে দিতে পারেন, তাহলে ৫০ ডলার কমিশন হিসেবে পাবেন শুধু ইউজারকে বইটি রেফার করার জন্য।

    ৩ মিনিটেই হলুদ দাঁতকে সাদা করুন

    গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয়
    Google Adsense হচ্ছে টাকা উপার্জনের সবচেয়ে ভালো ও কার্যকর একটি প্ল্যাটফর্ম। বর্তমানে বিশ্বের প্রচুর ওয়েবসাইট Adsense-এর মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। এ ক্ষেত্রে আপনার লাগবে একটি ওয়েবসাইট এবং সেখানে রেগুলার ভিজিটর ও ট্রাফিক। তাহলেই আপনি গুগল অ্যাডসেন্সে আবেদন করতে পারবেন টাকা ইনকামের জন্য।

    বর্তমানে Google Adsense হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত বেস্ট অ্যাড নেটওয়ার্ক। এটি বর্তমানে বেশির ভাগ ওয়েবসাইট ইউজারই ব্যবহার করেন। Adsense মূলত CPC নির্ভর বিজ্ঞাপন শেয়ার করে।

    একটি Adsense অ্যাকাউন্ট পেতে হলে আপনাকে তাদের প্রত্যেকটি গাইডলাইন বা নীতিমালা মেনে চলতে হবে। না হলে সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। সবকিছু ঠিক রেখে কনটেন্ট শেয়ার করুন, এবং মানসম্পন্ন বিজ্ঞাপন আপলোড করুন, যা রেভিনিউ এনে দিতে সাহায্য করবে।

    এর পর গুগল অ্যাডসেন্সে সাইন-আপ করুন। নির্দেশনা মেনে ওয়েবসাইটটির অ্যাপ্রুভালের জন্য সাবমিট করেন। তবে গুগলের কিছু সাধারণ নিয়মের দিকে খেয়াল রেখে নিজের ওয়েবসাইটটি যাচাই করুন। অনুমোদন পেয়ে যাবেন।

    এর পর সিম্পল একটি অটো অ্যাড কোড আপনার ওয়েবসাইটের এইচটিএমএল-এ সাবমিট করার পরই দেখবেন, গুগল অটোমেটিক অ্যাড রান করবে। পাশাপাশি দেখবেন, অটোমেটিক্যালি রেভিনিউ পাচ্ছেন। এই বিষয়গুলো পুরোটাই গুগলের নিয়ন্ত্রণে। আপনাকে তেমন চিন্তা করতে হবে না।

    সাদৃশ্যপূর্ণ বিভিন্ন অ্যাড শো ওয়েবসাইটে দেখা যাবে। সেগুলো আপনার কনটেন্টের সঙ্গে মিল রেখেই থাকবে। অথবা ইউজারের সার্চ রেজাল্ট থেকে হিস্টরি নিয়ে আপনার ওয়েবসাইটে ডিসপ্লে অ্যাড শো করাবে। এটা করা হয় অ্যাড-এ ক্লিকের পরিমাণ বাড়াতে। এর ফলে আপনি ইনকামও ভালো করতে পারবেন।

    ধরুন, আপনার ওয়েবসাইটটি হলো কুকুর, বিড়ালের মতো বিভিন্ন পোষা প্রাণীদের লালন-পালন সম্পর্কিত। এখন গুগল অ্যাডসেন্স আপনার ওয়েবসাইটে অনেক ক্ষেত্রেই কুকুর-বিড়ালের বিভিন্ন খাবার, কুকুরের প্রশিক্ষণ সম্পর্কিত বিষয় নিয়ে অ্যাড শো করবে। এগুলোতে যেকোনো সাধারণ একটি ক্লিক থেকেই টাকা আয় হতে থাকবে। এর মানে হচ্ছে, আপনি অ্যাডে যত ক্লিক করবেন, সেটা থেকে ততই টাকা আয় করা যাবে।

    CPC বলে একটি বিষয় আছে, যার অর্থ হচ্ছে cost per click। ধরুন, যদি সেই CPC হয় শূন্য দশমিক ৫ ডলার। আর ওই অ্যাডে যদি তিনটি ক্লিক পড়ে, তাহলে সেখান থেকে আপনি দেড় ডলার ইনকাম করতে পারবেন।

    এ ছাড়া ধরুন, আপনার ওয়েবসাইট বা ব্লগ ইংরেজি ভাষায় লেখা। এই ওয়েবসাইটে প্রতিদিন যদি ১ হাজার ভিজিটর আসে, তবে সেখান থেকে খুব সহজেই ১ থেকে ১০ ডলার পর্যন্ত ইনকাম করা যাবে।

    এসব গাইডলাইন অনুসরণ করলে আপনি সহজেই ওয়েবসাইটের মাধ্যমে টাকা আয় করতে পারবেন। সঠিকভাবে এবং অবশ্যই নিয়ম মেনে আপনি যদি ওপরে বর্ণিত পদ্ধতি অনুসরণ করেন, তবে অবশ্যই আপনি একদিন এই প্ল্যাটফর্মগুলো থেকে ভালো টাকা উপার্জন করতে পারবেন।

    আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে ইনকাম অন্তত ১০০ ডলার হতে হবে, তবেই আপনি তা তুলতে পারবেন। অবশ্যই মনে রাখবেন, আপনার ওয়েবসাইটে যদি ভালো কনটেন্ট এবং ট্রাফিক থাকে, তাহলে মাসে ১০০ থেকে ১০০০ ডলার ইনকাম আপনি খুব সহজেই করতে পারবেন। এখান থেকে উপার্জিত টাকা আপনি Electronic Fund Transfer (EFT), Western Union Quick Cash, অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিজের হাতে পাবেন।

    ফ্রিল্যান্সিং করে আয়
    অনলাইন ইনকাম প্ল্যাটফর্মগুলোর মধ্যে বর্তমানে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় মাধ্যম। এ বিষয়ে বহু মানুষ আগ্রহী হয়ে উঠেছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে কেউ ঘরে বসেই অনেক টাকা উপার্জন করতে পারে।

    সংবাদমাধ্যমসহ বিভিন্ন সূত্রের তথ্যমতে, বাংলাদেশে ৬ লাখের বেশি সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছেন। এ ক্ষেত্রে প্রতি বছর দেশে ১০ কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আসছে।

    আপনি চাইলেই আপনার নিজের কাজগুলো নিজের ওয়েবসাইটে দেখাতে পারেন। তবে আপনাকে কম্পিউটারে বিভিন্ন কাজে পারদর্শী হওয়াটাও জরুরি, যা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। কেউ যদি আপনাকে দিয়ে কোনো কাজ করাতে চায়, অথবা আপনার পূর্ব কাজের নমুনা দেখতে চায়, তাহলে আপনি তাকে আপনার নিজের ওয়েবসাইটের লিংক শেয়ার করতে পারেন।

    ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনি যখন ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকটিভ থাকবেন, তখন একজন বায়ার আপনার ওয়েবসাইটে সাজানো নমুনাগুলো দেখে আপনাকে যাচাই করবে। আপনার কাজ তাদের পছন্দ হলে, তারা আপনাকে প্রজেক্টটি দেবে। তাই আপনি যদি ফ্রিল্যান্সিং-কে পেশা হিসেবে নিতে চান, তাহলে নিজের একটি ব্যক্তিগত ওয়েবসাইট (পোর্টফোলিও) থাকা খুবই গুরুত্বপূর্ণ।

    পেইড রিভিউ কনটেন্ট লিখে আয়
    একজন ভালো কনটেন্ট রাইটারের মর্যাদা সবদিকেই অনেক বেশি। আপনি যদি একজন ভালো কনটেন্ট রাইটার হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোডাক্ট নিয়ে রিভিউ লিখে ইনকাম করতে পারেন। অনেক প্রতিষ্ঠান রয়েছে, যারা তাদের পণ্য বা সেবার প্রচারের জন্য প্রাথমিক পর্যায়ে বিভিন্ন রিভিউ করার জন্য কনটেন্ট রাইটার খোঁজেন।

    একজন রিভিউ লেখকের বা কনটেন্ট রাইটারের কাজ হচ্ছে সে প্রতিষ্ঠানের পণ্য বা সেবার ইতিবাচক দিকগুলো ক্রেতার সামনে তুলে ধরা, যাতে একজন ক্রেতা সেই পণ্য কিনতে বা সেবা নিতে আগ্রহী হন। এ কাজের জন্য প্রতিষ্ঠানটিও আপনাকে ভালো সম্মানী দিতে চাইবে।

    এর দুটি সুবিধা। প্রথমত, আপনি প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট একটি সম্মানী পাচ্ছেন। দ্বিতীয়ত, আপনার লেখা রিভিউগুলো আপনার ওয়েবসাইটে থাকছে, যা আপনি পরে অন্য ক্লায়েন্টদের দেখিয়ে নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন। তবে অবশ্যই আপনাকে কনটেন্ট রাইটিংয়ে পারদর্শী হতে হবে। লেখার কোয়ালিটি হতে হবে সুন্দর ও মার্জিত। তাহলেই আপনার ওয়েবসাইটে কাজ করে টাকা ইনকাম করার পথ সহজ হবে।

    চুম্বনের উপকারিতা ও গুণাগুণ

    ‘ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল’-এর মাধ্যমে আয়
    আপনার ওয়েবসাইট ব্যবহার করে আপনি ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল প্ল্যাটফর্মের মাধ্যমেও আয় করতে পারবেন। সে জন্য আপনার অবশ্যই ন্যূনতম ১০০০ লাইকসহ একটি অ্যাকটিভ পেজ থাকতে হবে। একই সঙ্গে সেই পেজ ফেসবুক থেকে মোনিটাইজ করে নিতে হবে। তাহলে আপনার ওয়েবসাইটের কনটেন্ট ফেসবুক পেজে শেয়ার করেও সেখান থেকে আয় করতে পারবেন।

    ওয়েবসাইট থাকলে এবং তাতে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেটিভ কনটেন্ট থাকলে, আপনি ওপরে যেকোনো উপায়ে আয় করতে পারবেন। তবে মনে রাখবেন, যেকোনো ওয়েবসাইটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউনিক ও তথ্যবহুল কনটেন্ট। এটি থাকলে একজন ইউজারকে তার চাহিদামতো প্রয়োজনীয় সব তথ্য প্রদান করতে পারবেন। সে ক্ষেত্রে ইউজাররাও আপনার ওয়েবসাইটে নিয়মিত আসবেন এবং সময়ের সঙ্গে ওয়েবসাইটের ইউজার বাড়তে থাকবে। ইউজার বাড়লে ওয়েবসাইট থেকে আয়ের পরিমাণও বাড়তে থাকবে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও ইনকাম ওয়েবসাইট, করা কীভাবে? দিয়ে’ প্রযুক্তি বিজ্ঞান যায়!
    Related Posts
    Google-Pixel-9

    এ বছরের সেরা ক্যামেরা ফোন, কোনটি আপনার জন্য পারফেক্ট দেখে নিন

    September 8, 2025

    দ্রুত সময়ে সঠিকভাবে লেখার জন্য নতুন টুল নিয়ে এলো গুগল

    September 8, 2025
    Ducati Multistrada

    আপনার কল্পনাকেও হার মানাবে সেরা ৯টি হাই-টেক অ্যাডভেঞ্চার বাইক

    September 8, 2025
    সর্বশেষ খবর
    iPhone 17 Pro

    iPhone 17-র ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস

    Redmi 15 5G

    Xiaomi Redmi 15 5G লঞ্চ: 7000mAh ব্যাটারি সহ বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন

    Why Ed Sheeran Is Relocating His Family to the US

    Ed Sheeran Moves to US: Singer Confirms Relocation from UK for Family and Tour

    Samsung Galaxy Z TriFold Hinted at by Company Executive

    Samsung Galaxy Z TriFold Hinted at by Company Executive

    Court Affirms $83M E. Jean Carroll Defamation Verdict Against Trump

    Appeals Court Upholds $83 Million Trump Defamation Verdict in Carroll Case

    Tom Phillips: Fugitive Dad Killed in Police Shootout After Years in Wild

    Fugitive New Zealand Dad Tom Phillips Killed in Police Shootout After Years on the Run

    Vanderbilt football

    Vanderbilt Football Stuns Virginia Tech with Second-Half Comeback Victory

    Jennifer Lawrence

    Jennifer Lawrence Baby Name Reveal: Fans Decode Keychain Clue

    iPhone 17 Pro

    iPhone 17 Pro Launch: Smaller Dynamic Island and 8x Zoom Confirmed in Final Leaks

    powerball

    Powerball Jackpot Winners Sept. 6: Missouri and Texas Split $1.79 Billion, Florida Ticket Wins $1 Million – Winning Numbers Revealed

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.