জুমবাংলা ডেস্ক : আপনি যখনই কোন গাড়ি কেনার পরিকল্পনা করেন তখন আপনি বিভিন্ন শোরুমে যান এবং দাম জিজ্ঞাসা করেন। তবে বিভিন্ন শহরের শোরুমের ওপর গাড়ির দাম কিছুটা আলাদা হতে পারে। তবে একজন শোরুমের মালিক গাড়ি বিক্রি করে কত টাকা লাভ করেন জানেন? এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।
আসলে আপনি যখনই দোকান থেকে কিছু আইটেম কিনবেন তখন তার আসল দাম খুবই কম থাকে। সেই দাম তখনই বেড়ে যায় যখন খুচরা বিক্রেতারা তাতে তার লভ্যাংশ যোগ করে। একইভাবে গাড়ির ক্ষেত্রেও এমনটা হয়ে থাকে। এক্স-শোরুমে কোনো গাড়ি কেনা হলে তার অন রোড প্রাইস যোগ হয়ে দাম বেড়ে যায়।
ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে অন্যান্য দেশের তুলনায় ভারতে ডিলারের ছাড় খুবই কম। আমাদের দেশে যেসব ডিলারের শোরুম আছে তারা যেকোনো একটি গাড়িতে ৫ শতাংশের কম ছাড় পান।
অর্থাৎ একজন ডিলার একটি গাড়ি বিক্রি করে প্রায় পাঁচ শতাংশ লাভ করেন। উল্লেখ্য এই লভ্যাংশটি এক্স-শোরুমের মূল্যের উপর হয়ে থাকে।
FADA অনুসারে একজন ডিলার যে ছাড় পান তা হল ২.৯% থেকে ৭.৪৯% পর্যন্ত। যদিও এটি কোম্পানি এবং গাড়ির শোরুমের উপর নির্ভর করে।
একজন গ্রাহক যখন শোরুম থেকে গাড়ি কেনেন তখন তাকে রোড ট্যাক্স, জিএসটি এবং আরো অনেক ধরনের ট্যাক্স দিতে হয়।
১৫০০ সিসি-র কম গাড়িতে ২৮% জিএসটি এবং ১৭% সেস নেওয়া হয়। এর বাইরে রয়েছে রোড ট্যাক্স। এইভাবে গাড়ির উপর সামগ্রিক কর অনেক বেশি হওয়ার কারণে গাড়ির দাম শো-রুমে ব্যয়বহুল হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।