Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। এই ভূমিকম্পে ভারতের বেশকিছু অঞ্চলও কেঁপেছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তথ্য অনুযায়ী, নেপালে স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ১৩ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। নেপালের কাঠমান্ডু থেকে ১৪৭ কিমি দূরে ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।
এর কম্পন অনুভূত হয় শিলিগুড়িসহ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙ, বিহারের সীতামারি, মুজাফফরপুর ও ভাগলপুরেও। নেপালের ধিতুং ভারতের মুজাফফরপুর থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিহারের কিছু মানুষ।
সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।