Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরীর নাম আলেয়েনা ওলমেজ।
তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটির খবরে বলা হয়েছে, তুরস্কের কাহরামানমারাসে এই ঘটনা ঘটে। উদ্ধারের সঙ্গে সঙ্গে আলেয়েনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
সংবাদমাধ্যম আনাদোলুর সাথে কথা বলার সময় অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্য হ্যাসার অ্যাটলাস বলেন, তারা দীর্ঘ এবং ক্লান্তিকর প্রচেষ্টার পর আলেয়েনার কাছে পৌঁছান।
অ্যাটলাস বলেন, ‘প্রথমে আমরা তার হাত ধরি, তারপর আমরা তাকে টেনে তুলি। সে খুব ভালো অবস্থায় আছে এবং যোগাযোগ করতে পারছে। তার স্বাস্থ্য সম্পর্কে ভালো খবর মিলবে এই বিশ্বাসের কথা জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।