বিনোদন ডেস্ক : জাপানে গিয়ে ভূমিকম্পের কবলে পড়েছিলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলি। কয়েক দিন আগে তার নির্মিত ‘ট্রিপল আর’ সিনেমার বিশেষ প্রদর্শনী উপলক্ষে দেশটিতে গিয়ে এ অভিজ্ঞতার মুখোমুখি হন।
জাপান সফরে রাজামৌলির সঙ্গী হন তার পুত্র এস এস কার্তিকেয়া। গতকাল এক্সে (টুইটার) তিনি একটি ঘড়ির ছবি পোস্ট করে ভূমিকম্পের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন। ছবিতে স্মার্ট হাতঘড়ির পর্দায় ভূমিকম্পের সতর্কবাণী ফুটে উঠেছে।
ক্যাপশনে কার্তিকেয়া লেখেন, ‘জাপানে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করলাম। ২৮ তলায় ছিলাম, ধীরে ধীরে দুলতে শুরু করে। এটা যে ভূমিকম্প, তা বুঝতে কিছুটা সময় লেগে যায়। আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু জাপানিদের মাঝে কোনো প্রতিক্রিয়া ছিল না। দেখে মনে হলো, যেন বৃষ্টি শুরু হয়েছে।’
কার্তিকেয়ার পোস্ট দেওয়ার পর তা দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। উদ্বিগ্ন হয়ে পড়েন তার অনুরাগীরা। অনেকে জানতে চেয়েয়েছেন রাজামৌলি কেমন আছেন।
গত ১৮ মার্চ জাপানের টোকিওর দুটি মাল্টিপ্লেক্সে ‘ট্রিপল আর’ সিনেমা প্রদর্শিত হয়। প্রেক্ষাগৃহ দর্শকে পূর্ণ ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।