জুমবাংলা ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণাগারের কর্মকর্তা রোবায়েত কবীর গণমাধ্যমকে জানিয়েছেন, এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পূর্বে টাঙ্গাইলে।
তিনি বলেন, টাঙ্গাইলের ঠিক কোন এলাকায় এটির উৎপত্তিস্থল তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এর মাত্রা ৪ দশমিক ২।
এ নিয়ে এ মাসে দুইবার দেশে ভূমিকম্প অনুভূত হলো বলে জানিয়েছেন তিনি। আবহাওয়াবিদ রোবায়েত কবীর বলেন, এর আগে গত মঙ্গলবার দেশের সীমান্ত এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।