লাইফস্টাইল ডেস্ক : মাত্র দুটি চিরুনি দিয়ে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় ডিজাইনের ঝিনুক পিঠা। শীতের মৌসুমে এমন পিঠা বিকেলের নাশতায় নিয়ে আসবে উৎসবের আমেজ।
শীতের হরেক রকম পিঠার মধ্যে সবচেয়ে সহজ এই ঝিনুক পিঠা। কিন্তু ঝিনুকের আকৃতি না জানার কারণে অনেকেই এ পিঠা বাড়িতে তৈরি করতে সাহস পান না।
তবে আজ থেকে সবাই এমনকি নতুন রাঁধুনিরাও এ পিঠা তৈরি করতে পারবেন। ভাবছেন কীভাবে? এর জন্য অবশ্য দুটি চিরুনি আপনার প্রয়োজন হবে।
প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে ঝিনুক পিঠা তৈরির জন্য প্রয়োজন হবে চালের গুঁড়া ৩ কাপ, ময়দা ১ কাপ, দুধ ১ লিটার, গুড় বা চিনি ১ কাপ, লবণ পরিমাণমতো, পিঠা ভাজার জন্য সয়াবিন তেল ২ কাপ, ঘি ১ টেবিল চামচ ও পানি ২ কাপ। এ ছাড়া নতুন চিরুনি লাগবে ২টি।
যেভাবে তৈরি করবেন: একটি সসপ্যানে সামান্য লবণ দিয়ে পানি ফুটান। পানি ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে নেড়ে সেদ্ধ হলে নামিয়ে নিন। ভালোভাবে মেখে ছোট ছোট বলের মতো করে নিন।
বলগুলো একটু লম্বা আকারের তৈরি করুন। যেন এর মাথার অংশ বড় ও নিচের অংশ ছোট হয়। এরপর একটু চাপ দিয়ে ধরুন দুটি চিরুনিতে। ঘি মেখে রাখা দুটি চিরুনির চাপেই ঝিনুকের আকারের পিঠা তৈরি হয়ে যাবে।
এবার তেলে পিঠা ভেজে রাখুন। আরেকটি পাত্রে চিনি বা গুড় জ্বাল দিন। কয়েক মিনিট পর পরিমাণমতো লবণ, এলাচ, দারুচিনি দিয়ে নেড়ে সিরায় পিঠাগুলো দিয়ে দিন। দুই মিনিট অপেক্ষা করে চুলা থেকে নামিয়ে ফেলুন।
এ পিঠা ঠান্ডা কিংবা গরম দুভাবেই পরিবেশন করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।