লাইফস্টাইল ডেস্ক : আবহাওয়ার পারদ ক্রমেই নিচে নামছে। দরজায় কড়া নাড়ছে কুয়াশাভেজা শীতকাল। আসছে দিনে সোয়েটার, চাদর, মাফলার ছাড়া বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়বে। তবে দীর্ঘদিন পর এসব পোশাক বের করেই পরা সম্ভব নয়। কড়া রোদে দিয়েই গায়ে তুলুন। তাতে কোনো রোগবালাইও কাছে ঘেষতে পারবে না।
এ ছাড়া শীতকালে সবচেয়ে বড় সমস্যা হলো শীতের পোশাক পরিস্কার করা। জ্যাকেট, হুডি, সোয়োটার, মাফলার এসব কিছু পরিস্কার করার জন্য কিছু বিষয় খেয়াল রাখা উচিত। চলুন জেনে নিই শীতের পোশাক পরিস্কারের সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন-
নিয়মিত রোদে দিন
উলের সোয়েটার, ভারি চাদর বা জ্যাকেট প্রতিদিনতো আর ধোয়া সম্ভব নয়। এছাড়া শৈত্যপ্রবাহের দিনগুলোতে এসব পোশাক ধুয়ে দিলেও শুকাতে অনেক সময় লাগে। তাই সময় পেলেই রোদে দিন এসব পোশাক। এতে করে ঘাম, ধুলা ময়লা জমে থাকলে দূর হবে। এমনকি ফাঙ্গাসও জমতে পারবে না।
লেদারের জ্যাকেট
লেদারের জ্যাকেট ড্রাই ক্লিন করাই সবচেয়ে ভালো। তবে আপনি চাইলে বাড়িতেও ধুতে পারেন। এর জন্য সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে তাতে নরম কাপড় বা তোয়ালে ভিজিয়ে সেটি দিয়ে লেদারের জ্যাকেট পরিষ্কার করুন। এছাড়া হালকা গরম পানিতে ১-২ চামচ ডিশওয়াশার মিশিয়ে তাতে তোয়ালে বা নরম কাপড় ভিজিয়েও লেদারের জ্যাকেট পরিষ্কার করতে পারেন। লেদার জ্যাকেট ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে অবশ্যই রোদে মেলে রাখুন।
ঘষে ধুবেন না
শীতের পোশাক কখনো মেঝেতে ঘষে ঘষে ধোয়া উচিত নয়। হালকা করে একটু হাত দিয়ে চেপে নিলেই এর ময়লা পরিষ্কার হয়ে যায়। তবে অবশ্যই খেয়াল রাখবেন ধুয়ে দেয়া পোশাকের গায়ে যেন কোনো রকম সাবান কিংবা পাউডার না লেগে থাকে। এছাড়া উলের ভারি সোয়েটার, মাফলার কিংবা চাদর ধোয়ার পরে অবশ্যই পানি ঝরাতে হ্যাঙারে ঝুলিয়ে রাখুন। এতে করে এসব পোশাকের শেপ ঠিক থাকে।
ঠান্ডা পানিতে ধুতে হবে
শীতের পোশাকগুলো অনেক বেশি নরম হয়, তাই এসব পোশাক ধোয়ার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করা উচিত নয়। কেননা গরম পানির জন্য সফট নরম পোশাকগুলো দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।