বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ছবি সম্পাদনায় সবচেয়ে কার্যকরী ও জনপ্রিয় সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ। অনেকে অবশ্য অ্যাডোবিতে কাজ করা কঠিন মনে করেন। তবে বর্তমানে অনলাইনে বিনামূল্যে খুব সহজে ছবি ও ভিডিও সম্পাদনা করা যায়। এ ক্ষেত্রে সহায়ক ভূমিকা রয়েছে এআইয়ের। চলুন জানা যাক এমন সহজ কিছু ওয়েবসাইট সম্পর্কে।
ক্যানভা
গ্রাফিকস ডিজাইনারদের জন্য ক্যানভা বেশ পরিচিত টুল ক্যানভা। এ ছাড়া এআইয়ের সহায়তায় বিনামূল্য ছবি সম্পাদনার জন্য এটি ভালো মাধ্যম। প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে যেকোনো ছবির রঙ, উজ্জ্বলতা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা যাবে। ফ্রি ভার্সনে ম্যাজিক এডিট টুলও রয়েছে। ক্যানভা ব্যবহার করে ছবিতে কী পরিবর্তন আনা হবে সে বিষয়ে নির্দেশনা দিয়ে চট করে সম্পাদনা করা যায়।
লুনাপিক
এটি আরেকটি সহজে ব্যবহারযোগ্য এআই নির্ভর অনলাইন ফটো এডিটিং টুল। লুনাপিক ব্যবহারের ক্ষেত্রে যেকোনো ছবি আপলোডের পর আর্ট ইফেক্ট নির্বাচন করে দিলে এআই স্বয়ংক্রিয়ভাবে তা সম্পাদনা করবে। এ ছাড়া ছবিতে লাইট ইফেক্ট যুক্ত ও ফিল্টার ব্যবহার বরা যাবে। এতে ভিডিও অ্যানিমেশন ও জিআইএফ সম্পাদনার সুযোগও আছে। লুনাপিকে ছবি কেটে নেওয়া, ঘুরানো ও ব্যাকগ্রাউন্ড সরানোর মতো ফিচারও রয়েছে।
পিক্সলার
বেশ জনপ্রিয় ওয়েবসাইট পিক্সলার। যেকোনো ফটো এডিটিং সফটওয়্যারে থাকা ফিচারের সবই এখানে রয়েছে। এর মধ্যে ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, ফিল্টার, ইফেক্ট অ্যানিমেশন যুক্ত করা এবং অনেক ছবিকে একত্রে যুক্ত করা যাবে পিক্সলারে। এর পেইড ভার্সন রয়েছে।
ইউক্যাম
ছবি সম্পদনার অন্যতম সাইট ইউক্যাম এনহ্যান্স। একটি ছবি আপলোড করা হলে এটি স্বয়ংক্রিয়ভাবে বাম দিকে নিচে ওয়াটারমার্ক যুক্ত করে দেয়। তবে অ্যাকাউন্ট করার মাধ্যমে ওয়াটারমার্ক সরিয়ে ফেলা সম্ভব। এখানে ছবিতে জুম ইন ও আউট করার সুবিধা মিলবে। তবে এতে অন্যান্য টুলের মতো আলাদাভাবে সম্পাদনায় সহযোগিতা করার মতো কোনো অপশন নেই।
গুগল ফটোজ
সাধারণত ছবি সেভ রাখতে গুগল ফটোজ ব্যবহার করেন সবাই। তবে এতে বেশকিছু এআই এডিটিং টুলসও রয়েছে। অন্য সাইট বা টুলগুলোর মতো গুগল ফটোজের টুল আধুনিক না হলেও ছোট পরিসরে সম্পাদনার জন্য সহায়ক। এ ছাড়া এটি স্বয়ংক্রিয়ভাবে ছবিতে থাকা আলোর মাত্রা সম্পাদনা করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।