লাইফস্টাইল ডেস্ক : বর্তমানে যে হারে নিত্যপণ্যের দাম বাড়ছে তাতে বেশি টাকা আয় করা ছাড়া কোনো উপায় নেই। বাজরে গিয়ে কিছু কিনতে নিমিষেই টাকার ব্যাগ খালি হয়ে যায়। মাছ, মাংসের দাম চড়া। এমন পরিস্থিতিতে বেশি টাকা আয়ের জন্য বেছে নিতে পারেন বিশেষ কিছু পেশা।
এসব পেশায় খাটুনি কম, মজা বেশি। সেই সঙ্গে টাকা আয়ের সুযোগও বেশি। তাই আজকের আয়োজনে থাকছে তিনটি বিশেষ পেশা সম্পর্কে তথ্য, যে পেশায় ক্যারিয়ার গড়তে পারেন আপনিও। চাকরি করে থাকলে, সেই চাকরির পাশাপাশি বেছে নিতে পারেন এই তিনটি বিশেষ পেশার যে কোনো একটি।
যেহেতু ভালো চাকরি পাওয়া বেশ সময়সাপেক্ষ, তাই বুদ্ধিমানের কাজ হবে নিজেই কিছু করে দেখানো। বর্তমান যুগ ডিজিটাল প্লাটফর্মের যুগ। তাই এ প্লাটফর্মকে কাজে লাগিয়ে, অন্যের চাকরি না করেও মাস শেষে চাকরির চেয়েও বেশি টাকা আয় করতে পারবেন। এ তিনটি পেশা হলো-
১। ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটার: সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে নতুন পেশা এটি। ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত হাতের মুঠোয় ফোন নিয়ে সারাক্ষণ চলতে থাকে ইনস্টাগ্রাম, ফেসবুক আর টুইটার। আড্ডা-প্রেম, কান্না-হাসি-অভিমান, সবটাই এখন এসব মাধ্যমে খোলামেলা। এ সুযোগকে কাজে লাগিয়ে কখনও গানের সঙ্গে লিপসিঙ্ক করেই হোক, নাচের ভিডিয়ো বানিয়ে হোক বা কমেডি স্কিট করেই হোক; এখন এই কাজ করেই অর্থ উপার্জন করছেন অনেকে। হাতে খুব বেশি সময় না থাকলেও চিন্তা নেই। শর্ট ভিডিয়ো কিংবা রিল বানিয়েও অনেক টাকা আয় করা যায়।
২। ইউটিউবার: এ সাইট থেকে টাকা পেতে নিজস্ব একটি ইউটিউব চ্যানেল তৈরি করে নিন। সেখানেই বিভিন্ন ধরনের বিনোদন বা ভ্রমণমূলক ভিডিও পোস্ট করুন। খাবার, ফ্যাশন, কৌতুক, শিক্ষামূলক— আপনার আগ্রহ আছে এমন বিষয় খুঁজে নিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেললেই কেল্লাফতে! সাবস্ক্রাইবার সংখ্যা যত বাড়বে, ততই বাড়বে উপার্জন। মূলত বিজ্ঞাপন আর ব্র্যান্ডের বিনিয়োগ থেকেই ঘরে বসে লাখ লাখ টাকা উপার্জন করা যায় ইউটিউবে।
৩। ডিজিটাল মার্কেটিং: সরাসরি কোনো দোকান ভাড়া না নিয়ে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে ফেলুন। এর জন্য কোনো টাকা খরচ করতে হবে না। শুধু পণ্যের পাইকারি দোকানগুলোর সঙ্গে যোগাযোগ করুন। সঙ্গে একটি ওয়েব পেজ খুলুন। আর সেখানে পণ্যের গুণাগুণ ও দাম লিখে দিন। আগ্রহী ক্রেতারা কিনতে চাইলে পাইকারী দোকান থেকে সে পণ্য কম দামে কিনে এনে ক্রেতার কাছে বেশি দামে বিক্রি করুন। ডেলিভারি সার্ভিস নিয়ে বাড়িতেও পৌঁছে দিতে পারেন বিক্রিত পণ্যটি। এ পেশা থেকে অনেকেই বেশ ভালো মুনাফা আয় করছে।
তো এই তিন পেশার যেকোনো এক পেশাকে বেছে নিয়ে মনোযোগ দিয়ে কাজে লেগে পড়ুন। এরপর হাতে টাকা আর টাকা।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।