লাইফস্টাইল ডেস্ক : তেল-ময়লা জমে ত্বকের ছিদ্র বন্ধ হলেই দেখা দেয় ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের মতো সমস্যা। এ সমস্যা শুধু ত্বকের ক্ষতিই করে না, নষ্ট করে চেহারার সৌন্দর্য।
আপনি কি জানেন, বাড়িতে মাত্র একদিন সময় ব্যয় করেই দ্রুত এ সমস্যা থেকে নিস্তার পেতে পারেন? ভাবছেন কীভাবে? তবে এরজন্য মেনে চলতে হবে বিশেষ কিছু টিপস।
সাধারণত রাতে ঘুমাতে যাওয়ার আগে হাতে কিছু সময় নিয়ে শুরু করতে পারেন ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস দূর করার মিশন। তবে ভাববেন না, কঠিন কোনো প্রক্রিয়ায় আপনাকে যেতে হবে না।
সাধারণত ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস নাকের চারপাশে বেশি দেখতে পাওয়া যায়। তবে ত্বকের অন্য জায়গাতেও এগুলো স্পষ্ট হতে পারে। এ সমস্যা সমাধানের সবচেয়ে সহজ উপায় হলো প্রথমেই গরম পানিতে একটি রুমাল ভিজিয়ে নিন।
এরপর হাতে সহনশীল এমন অবস্থায় সে রুমাল ত্বকে চেপে ভাপ নিন। ১ মিনিট এভাবে ভাপ নিলেই ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসগুলো নরম হতে শুরু করবে।
এখন ভেজানো রুমাল দিয়েই ত্বকে সামান্য ঘষে নিন। এ পর্যায় টুথব্রাশের সাহায্য নিতে পারেন। টুথব্রাশে সামান্য লেবুর রস মিশিয়ে ত্বকে ঘষুন। দেখবেন অনেকগুলো ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস চলে গেছে।
যে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসগুলো বাকি থাকবে তার পরিমাণ কম বা বেশি যাই হোক না কেন সামান্য চালের গুড়ার সঙ্গে চিনি মিশিয়ে নিয়ে ব্রাশ দিয়ে ঘষুন। চালের গুড়া ও চিনি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে দারুণ কাজ করবে।
এবার ত্বক কুসুম গরম পানির ঝাপটা দিয়ে পরিষ্কার করে নিন। হাতের তালুতে মধু নিয়ে ত্বকে ১ মিনিট মালিশ করে ভালো কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। ভালো ফলাফল পেতে হলে যেকোনো ভালো ব্র্যান্ডের কার্বন ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।
সবশেষে পরিষ্কার ত্বকে চন্দন পেস্ট মালিশ করে ভারি প্রলেপ দিন। এক ঘন্টা অপেক্ষা করে শুধু পানি দিয়ে ত্বক পরিষ্কার করুন। এবার ভালো কোনো ময়েশ্চারাইজার ক্রিম ত্বকে মালিশ করুন। আর আবিষ্কার করুন ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস মুক্ত সুন্দর ত্বক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।