বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ঢাকা ও কলকাতা ইন্ডাস্ট্রি-দুই জায়গাতেই তিনি সমান জনপ্রিয়। কাজ করেছেন টিভি নাটক, সিনেমা ও ওটিটি কনটেন্টে। সর্বশেষ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘কাজলরেখা’ নামে একটি সিনেমা।
এদিকে গত ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্মেও হাজির হয়েছিলেন তিনি। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির দ্বিতীয় মৌসুম দিয়ে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী। তবে অভিনয়ের বাইরে ব্যক্তি জীবনে খুব একটা ভালো নেই মিথিলা। কারণ তার দ্বিতীয় সংসার নিয়েও শুরু হয়েছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, সংসার ভাঙনের কথাও।
মিথিলার প্রথম স্বামী ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। সুখী দাম্পত্য জীবনের মাঝেই তাদের ভাঙনের কথা শোনা যায়। বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।
এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুর্খাজিকে বিয়ে করেন মিথিলা। তবে তার এ সংসার নিয়ে কলকাতার গণমাধ্যম বলছে, ‘অন্য নারীতে ফের মজেছেন সৃজিত। ঠিকঠাক নেই তাদের দাম্পত্য জীবন।’ তবে এ নিয়ে সৃজিত-মিথিলা কেউই কোনো কথা বলতে চান না। দুজনেই মুখে কুলুপ এঁটেছেন।
কিন্তু ভারতীয় গণমাধ্যম মোটেও চুপ নেই। তারা সৃজিত-মিথিলার বিরহের কথা নিয়মিতই প্রকাশ করছে। বলা হচ্ছে, ‘কখনোই এক নারীতে থিতু ছিলেন না নির্মাতা সৃজিত। একাধিক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে। এবার নতুন আরেক নারীর সঙ্গে মন মজিয়েছেন তিনি।’
সম্প্রতি আলেকজান্দ্রা টেলরের সঙ্গে সৃজিতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে নেটিজেনরা ভাবছেন এই নির্মাতার বুকে আবারও নতুন নারী ঘর বেঁধেছেন। নির্মাতাও তার প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সৃজিত। প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে তিনি বলেন, ‘প্রেম নয়, আলেকজান্দ্রা আমার খুব ভালো বন্ধু।’ তাহলে কি এই নারীকে নিয়ে নতুন কোন সিনেমার কথা ভাবছেন নির্মাতা? উত্তরে তিনি বলেন, ‘অনেক কিছু নিয়েই আলোচনা চলছে আমাদের মধ্যে। তবে ওর জন্য নির্দিষ্ট করে কোনো চরিত্র এখনো ভাবিনি।’
এদিকে সৃজিতের এসব কথায় পাত্তা দিচ্ছেন না নেটিজেনদের কেউ কেউ। ভাবছেন নিশ্চয়ই আলেকজান্দ্রা টেলরের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন পরিচালক। সৃজিত-মিথিলার সংসার ভাঙনের গুঞ্জন নতুন নয়।
এর আগেও একাধিকবার এমন খবর চাউর হয়েছিল। তবে এবারের ঘটনা অনেকটাই ভিন্ন বলে মনে করছেন নেটিজেনরা। অনেক নারীতে আসক্ত নির্মাতা সৃজিত বাঁধা পড়েছিলেন মিথিলার আঁচলে। অবশেষে সে আচল ছিঁড়ে কি তিনি অন্য নারীর বুকে আশ্রয় খুঁজছেন!
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel