বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে আজ বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে মিথিলা অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। এ সিনেমা মুক্তির সঙ্গেই মিশে আছে মিথিলার জীবনে ধরা দেয়া বসন্ত।
রাজধানীর ১১টি হলে চলছে মিথিলা অভিনীত নতুন সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখায় প্রদর্শিত হওয়ায় উচ্ছ্বসিত অভিনেত্রী।
সিনেমা মুক্তি প্রসঙ্গে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদসম্মেলনে একাধিক প্রশ্নের উত্তর দেন মিথিলা। ‘জলে জ্বলে তারা’ সিনেমাটি ভালোবাসা দিবসে পাশাপাশি বসন্তের প্রথম দিন মুক্তি পাচ্ছে। বিষয়টি মিথিলার কাছে কেমন অনুভূতির জানতে চাইলে মিষ্ট একটি উত্তর দেন অভিনেত্রী।
মিথিলা বলেন, বসন্ত আসলে আমার কাছে একটা অনুভূতি। তবে এর সাথে ভালোবাসা বিষয়টা জুড়ে দিলে উত্তরটা দেয়া অনেক কঠিন। কারণ বসন্ত, ভালোবাসা যেহেতু মনের বিশেষ অনুভূতি তাই ব্যক্তিভেদে এ অনুভূতি ভিন্ন ভিন্ন হয়।
এরপরই মিথিলার কাছে জানতে চাওয়া হয় ব্যক্তিগত জীবনে বসন্তের আগমন নিয়ে। প্রতিটি মানুষের জীবনেই বসন্ত আসে, মিথিলার জীবনে বসন্ত কবে এসেছিলো? এমন প্রশ্ন মিথিলাকে ছুঁড়ে দেয়া হলে এর উত্তরে খানিকটা হেসেই মিথিলা বলেন, আমার জীবনে বসন্ত বুধবার (১৪ ফেব্রুয়ারি) আসবে, এটা আমি জানি। আমার, আমার টিমের সবার সিনেমা ‘জলে জ্বলে তারা’ ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। তাই আমার বসন্তটা এ সিনেমা মুক্তির দিনেই আসবে।
অরুণ চৌধুরী পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত ‘জলে জ্বলে তারা’ সিনেমায় সার্কাস কন্যা হিসেবে দেখা যাবে মিথিলাকে। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ এফ এস নাঈমকে। সিনেমায় তাকে হোসেন মাঝি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
এ সিনেমায় মিথিলা ও নাঈম ছাড়াও আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।