বিশ্বের বড় বড় সব গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিতে প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির এক গাড়ি ইউরোপের বাজারে ছাড়ছে তুরস্কের টগ। আড়াই বছরেরও বেশি সময় ধরে শুধুমাত্র তুরস্কের রাস্তায় চললেও এবার ইউরোপ জয় করার মিশনে নামতে যাওয়া গাড়িটির নাম টগ টি-১০এক্স, যা সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে চালিত এসইউভি ঘরানার একটি গাড়ি।
শনিবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে জার্মান দৈনিক বিল্ড। প্রতিবেদন অনুসারে, টগের এই টি-১০এক্স তুরস্কের প্রথম দেশীয়ভাবে উৎপাদিত বৈদ্যুতিক গাড়ি, ২০২২ সালের অক্টোবরে যাত্রা শুরু হয় যার।
আড়াই বছরের সফল এক যাত্রার পর এবার ২০২৫ সালের শেষ নাগাদ জার্মানিতে বিক্রি শুরু হতে যাচ্ছে এটির। তবে, রাস্তায় নামার আগে সেপ্টেম্বরে মিউনিখে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক অটোমোবাইল প্রদর্শনীতে আত্মপ্রকাশ করবে গাড়িটি।
উল্লেখ্য, টি-১০এক্স দিয়ে যাত্রা শুরুর পর থেকেই তুরস্কের বৈদ্যুতিক গাড়ির বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে টগ। চলতি বছরের প্রথমার্ধে টি১০এক্স মডেলের ১৭ হাজার ১০১টি ইউনিট বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এই হিসাব অনুযায়ী, তুরস্কের গাড়ির বাজারের ২০ শতাংশই টগ টি-১০এক্সের দখলে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ এসইউভি ঘরানার এই গাড়িটির বিক্রি ৩০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান। আর এমনটা ঘটলে যুক্তরাষ্ট্রের টেসলা এবং চীনের বিওইডি’র সম্মিলিত বিক্রিকেও ছাড়িয়ে যাবে টগ টি-১০এক্স।
মূলত, বৈদ্যুতিক গাড়ি নির্মাণের লক্ষ্য নিয়ে তুরস্কের ৫টি কোম্পানির যৌথ উদ্যোগে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় টগ। ২০১৯ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি প্রকাশ্যে আনে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ির প্রোটোটাইপ, টি-১০এক্স। ২০২২ সালে মডেলটির ব্যাপক উৎপাদন শুরু হয় এবং পরের বছর তুরস্কের বাজারে যাত্রা শুরু করে এটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।