খেলাধুলা ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। উইন্ডিজের মাটিতে টানা দুই ম্যাচ জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। এবার সুযোগ ওয়ানডেতে হোয়াইটওয়াশের বদলা টি-টোয়েন্টিতে নেওয়ার।
চলতি বছরের শেষ ম্যাচটি খেলার আগে দল নিয়ে বেশ আত্নবিশ্বাসী হেড কোচ ফিল সিমন্স। ওয়ানডে সিরিজে ভরাডুবির পর টি-টোয়েন্টিতে এমন প্রত্যাবর্তনে বেশ খুশি এই ক্যারিবীয়। শেষ ম্যাচের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, ‘হোয়াইটওয়াশ করতে পারবো কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়।
শেষ ম্যাচ তো জিততে চাইবো অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই। আমার মনে হয় ওয়ানডে সিরিজের পারফরম্যান্স ওদের আত্মবিশ্বাস যুগিয়েছে যে এই দলের বিপক্ষে ভালো করা সম্ভব। যদিও ফরম্যাটটা একেবারেই আলাদা। যতটা সহজে আমরা জিতেছি, তা আগেভাগে অনুমান করার সুযোগ নেই।
খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। বিশেষ করে ওয়ানডে সিরিজে হারার পরও এই সিরিজে যেভাবে খেলেছে।’ সিমন্স আরও যোগ করেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টির দুটো দল ভিন্ন। দুই দলে কিছু পরিবর্তন আছে। অনেকে আছে যারা ওয়ানডে দলে ছিল না, কিন্তু টি-টোয়েন্টি দলে এসে যোগ দিয়েছে। আপনি সবসময় আগের চেয়েও ভালো পারফরম্যান্স চাইবেন।
ওয়ানডে সিরিজ হারের পরও ছেলেরা টি-টোয়েন্টি সিরিজে আগের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। যদিও ওয়ানডেতেও আমরা ভালো খেলেছি। আমি প্রতিটি ম্যাচের আগেই বিশ্বাস করি জেতা সম্ভব। ওয়ানডে সিরিজে কোনও ম্যাচ না জিতলেও এখানে এসে আমরা এই আলোচনাই করেছি কীভাবে জেতা সম্ভব। প্রথম ম্যাচেও, দ্বিতীয় ম্যাচেও, এবার তৃতীয় ম্যাচ নিয়ে বসবো কীভাবে জেতা যায়। আমাদের জয়ের সামর্থ্য আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।