বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গরু চতুষ্পদ প্রাণী। আমরা সকলেই তা জানি। তবে এবারে চার চাকার এক ‘রোবট গরু’ তৈরি করেছেন অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এই রোবট কাউ বা রোবট গরুটির নাম ‘সোয়াগবট’। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং প্রযুক্তিতে তৈরি অটোনোমাস (স্বয়ংচালিত) এই রোবোটটি পশুপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আশা করছেন গবেষকরা।
পশুপালনের সাধারণ একটি রোবোট হিসেবে ২০১৬ সালে যাত্রা শুরু হয় সোয়াগবটের। সে সময় এটি শুধু রুক্ষ ভূখণ্ডে চলতে সক্ষম ছিল, এর বেশি কিছু নয়। কিন্তু এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এবং মেশিন লার্নিং সিস্টেমের সাহায্যে সোয়াগবটকে আপডেট করা হয়েছে। ফলে আগের তুলনায় অনেক বেশি পারদর্শী হয়ে উঠেছে উন্নত ক্যামেরা সমৃদ্ধ এই রোবোটটি।
পশুপালনে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে পশুচারণ। কেননা পশুর স্বাস্থ্য অনেকাংশে নির্ভর করে এই বিষয়টির উপর। সোয়াগবট রোবোটটি চারণভূমির মান, ধরণ ও ঘনত্ব নির্ধারণ করতে পারে। পাশাপাশি গবাদিপশুর স্বাস্থ্যও পর্যবেক্ষণ করতে সক্ষম এই রোবোট।
গবাদিপশুর স্বাস্থ্য ও চারণভূমি সম্পর্কিত ডেটা বিশ্লেষণ করে সোয়াগবট নিজে থেকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। এই যেমন চারণভূমির কোন অংশটি পশু চারণের জন্য উত্তম, কোন অংশটিতে অতিরিক্ত চারণের কারণে মাটি ক্ষয়প্রাপ্ত হতে পারে ইত্যাদি বিষয়গুলোতে কার্যকর সিদ্ধান্ত নিতে সক্ষম এআই প্রযুক্তির এই রোবোটটি।
সিডনি বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ও ইন্টেলিজেন্ট সিস্টেমের অধ্যাপক সালাহ সুক্কারিহ-এর নেতৃত্বে একদল গবেষক তৈরি করেছেন সোয়াগবট রোবোটটি। সুক্কারিহ বলেন, ‘একবার গবাদিপশুরা রোবটের সাথে অভ্যস্ত হয়ে গেলে, তারা রোবটটিকে অনুসরণ করবে।’
তিনি মনে করেন, গবাদিপশুদের খুব সহজেই পরিচালনা করতে পারবে সোয়াগবট। যদি চারণভূমির ডান দিকে ভালো প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকে তাহলে রোবোটটি পশুদেরকে সেদিকেই নিয়ে যাবে। আবার কোনো অংশে অতিরিক্ত চারণের কারণে মাটির ক্ষতি হওয়ার ঝুঁকি থাকলে সেখান থেকেও তাদেরকে সরিয়ে নিতে সক্ষম এআই সক্ষমতার এই রোবোটটি। এক্ষেত্রে খামারিদেরকে আগের মতো বেড়া দিয়ে আর পশুপালন করতে হবে না।
তথ্যসূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।