জুমবাংলা ডেস্ক : নতুন শিক্ষাক্রমের সব পাঠ্যপুস্তকই নতুন করে প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে বই বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন কালে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, এবছর বইগুলোর মান আগের চেয়ে ভালো হয়েছে। নতুন শিক্ষাক্রমের সব পাঠ্যপুস্তকই নতুন করে প্রণয়ন করছি।
তিনি আরো বলেন, আমরা চাই বঙ্গবন্ধু প্রত্যাশা পূরণে শিক্ষার্থীরা দক্ষ-যোগ্য ও মানবিক মানুষ হওয়ার পাশাপাশি সৃজনশীল, সহনশীল এবং অসাম্প্রদায়িক মানুষ হোক। এ কারণে পুরো শিক্ষাক্রমকে সংস্কারের পরিবর্তে রূপান্তর করছি। রুপান্তরের উদ্দেশ্য হলো শুধু মুখস্তবিদ্যা নয়, আমরা করে করে শিখবো, অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।