জুমবাংলা ডেস্ক : আগামী ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা ২০২৩ আয়োজন করার কথা থাকলেও বর্তমানে শিক্ষার্থীরা কয়েক দিন ধরে অনেক ধরনের আন্দোলন করছে।
যার কারণে পরীক্ষা পিছিয়ে নেওয়া সম্ভাবনা তৈরি হয়েছিল। তাছাড়া ৫০ নম্বর পরীক্ষা আয়োজন করার দাবির ও শিক্ষার্থীরা দেখেছিল। কিন্তু সর্বশেষ আজকে শিক্ষা মন্ত্রী একটি অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে সরাসরি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে।
এর আগে ঢাকায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো স্মারকলিপ আকারে জমা দিয়েছেন। সেখানে তারা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে,
তাদের পরীক্ষা হয়তো বা পিছিয়ে নেওয়া হোক অথবা ৫০ নম্বর পরীক্ষা আয়োজন করা হোক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বাদ দেয়া হোক। কিন্তু শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত থেকে কোন ভাবে পিছিয়ে আসেনি তারা
স্মারকলিপ জমা নিয়েছে কিন্তু তারা কোন সহযোগিতা করবে কিনা সে ব্যাপারে কোন কিছুই বলেনি। সর্বশেষ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছেন আমরা রবিবার এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব,
এখন আমরা সরাসরি কোন কিছু বলতে পারছিনা। আমরা শিক্ষা মন্ত্রীর সাথে আলোচনা করব। আজকে শিক্ষা মন্ত্রী চাঁদপুরের একটি অনুষ্ঠানে যোগ দেন, সেখানে তিনি সাংবাদিকদের এক প্রশ্ন যেভাবে সরাসরি বলেন
এইচএসসি পরীক্ষা পিছিয়ে নেয়ার কোনো সুযোগ নেই। ১৪ লাখো শিক্ষার্থী তাদের পরীক্ষা প্রস্তুত গ্রহণ করেছে দিনরাত তার পরিশ্রম করেছে।
এক্ষেত্রে আমরা কোনভাবেই পরীক্ষা পিছিয়ে দিব না, আমরা স্বাভাবিক নিয়মে পরীক্ষায় আয়োজন করবো এবং সবকিছু স্বাভাবিক থাকবে।
আমরা যতটুকু সুযোগ সুবিধা তা যথেষ্ট এখন আমরা কোন কিছু করবো না, আমরা স্বাভাবিক নিয়মে পরীক্ষা আয়োজন করছি। শিক্ষার্থীদেরকে পরামর্শ করে দিচ্ছি যাতে তারা পরীক্ষা অংশগ্রহণ করে, কারণ তাদের সহপাঠীদের কথা চিন্তা করে তাদের পরীক্ষা অংশগ্রহণ করা উচিত।
অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষা পেছনের পক্ষে না, এজন্য আমরা চাইলে কোন ধরনের সমস্যা তৈরি হোক।
তাছাড়া ভবিষ্যতে রাজhttps://dhakaeducationboard.gov.bd/নৈতিক ভাবে দেশে পরিস্থিতি যে কোন সময় খারাপ দিকে যেতে পারে।
কারণ বর্তমানে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের কার্যক্রম পরিচালনা করছে। তাই আমরা বলছি শিক্ষার্থীরা যেন করে কোন ধরনের বিশৃঙ্খলা তারা যেন তৈরি না করে আমরা পরীক্ষায় আয়োজন করে ছাড়বো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।