জুমবাংলা ডেস্ক : ডলারের দাম এক লাফে ৭ টাকা বাড়ানোর সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। আগামী মাসেই ভোক্তা পর্যায়ে এসব পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। উচ্চমূল্যস্ফীতির বাজারে যা আরও ভয়াবহ হবে বলে মত ব্যবসায়ীদের। বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তার ওপর পুরো চাপ না দিয়ে, বিদ্যুতের উৎপাদন খরচ কমানোর পথ খুঁজতে হবে সরকারকে।
গত বছর ৬০০ কোটি ডলারের বেশি জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ। এলএনজি আমদানি ও টার্মিনাল ভাড়া বাবদ বছরে খরচ হয় সাড়ে ৩০০ কোটি ডলার। সবমিলিয়ে জ্বালানি খাতে ব্যয় মোট আমদানির ১৫ শতাংশের বেশি।
এমন পরিস্থিতিতে ডলারপ্রতি ৭ টাকা দাম বৃদ্ধিতে টাকার অংকে খরচ বাড়বে ৬ শতাংশের বেশি। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ে গত মাসেও ডিজেলের দাম বাড়ে লিটারে ১ টাকা। ডলারের বাড়তি দরের সাথে এই সমন্বয়ের বড় প্রভাব পরবে জুন মাসে। জ্বালানির খরচ বৃদ্ধিতে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়বে। যার নেতিবাচক প্রভাব পড়বে শিল্পখাতে।
পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সায়েদুল আজহার সারওয়ার বলেন, ‘সামগ্রিকভাবে ব্যবসার পরিস্থিতি কিন্তু বাংলাদেশের জন্য পজিটিভ ভাইভে নেই। কারণ এর সাথে ডলারের ইমপ্যাক্ট আছে, এর সাথে ব্যাংকের ইন্টারেস্ট রেট রয়েছে। ফলে আমি বলব যে, এটা মরার ওপর খড়ার ঘা–এর মতো যে বছরে চারবার বা তিনবার বাড়াবার যে রোডম্যাপ করছে।’
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সভাপতি হুমায়ুন রশীদ বলেন, ‘খাদ্য এবং জ্বালানি, এ দুটোর ওপর একটা সাংঘাতিক ভাবে চাপ আসবে। মূলত চাপ আসবে এই যে ডলারের যে কনভারসন রেটটা টাকার সাথে সমন্বয় করা হয়েছে সেই জায়গাটাতে। ফলে উৎপাদনখাতে দাম বাড়বে ভোক্তা সাফার করবে।’
গত অর্থবছর বিদ্যুৎ খাতে সাড়ে ৩৯ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। আগামী ৩ বছরে ভর্তুকি থেকে সরে আসতে চায় সরকার। বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে কেবল দাম বাড়ালে অনেকেই বিদ্যুৎ ব্যবহার কমাবে, বাড়বে বিদ্যুৎ চুরি।
বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেন, ‘যতটা সম্ভব চেষ্টা করা উচিৎ বিদ্যুতের দাম বৃদ্ধি না করার। বরং উৎপাদন খরচ কিভাবে কমানো যায় সেটা যদি ভালোভাবে পরিকল্পনা করে, কিছুটা হলেও যদি উৎপাদন খরচ কমিয়ে আনা যায়। তেল ভিত্তিক বিদ্যুৎ যদি আমরা বন্ধ করে রাখতে পারি। এই মুহুর্তে কয়লার দাম কম, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন প্রায় ১০ টাকার নিচে নেমে এসেছে। আর নিজস্ব গ্যাস উৎপাদনটা বাড়াতে হবে। অর্থাৎ জ্বালানি সরবরাহটা বাড়াতে হবে।’
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্যমতে, ডলারদর ১ টাকা বৃদ্ধিতে বার্ষিক খরচ বাড়ে ৪৭৪ কোটি টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।