জুমবাংলা ডেস্ক : নতুন এমপিও অনুমোদন হওয়া যেসব শিক্ষক ইনডেক্স পেয়েছেন কিন্তু জানুয়ারি থেকে মার্চের বেতন পাননি তাদের জন্য এই নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়াও এমপিও ট্রান্সফার ও রি-এমপিও করা শিক্ষকদেরও তথ্য দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
নতুন এমপিও আবেদন অনুমোদন হওয়া শিক্ষক-কর্মচারীর আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) তথ্য ১৬ এপ্রিলের মধ্যে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। নতুন এমপিও অনুমোদন হওয়া যেসব শিক্ষক ইনডেক্স পেয়েছেন কিন্তু জানুয়ারি থেকে মার্চের বেতন পাননি তাদের জন্য এই নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়াও এমপিও ট্রান্সফার ও রি-এমপিও করা শিক্ষকদেরও তথ্য দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এমন নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে।
রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে ১৭ এপ্রিলের মধ্যে এসব তথ্য উপ-পরিচালক ও পরিচালকদের অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত যেসব শিক্ষক-কর্মচারীর নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারি বা মার্চ মাসের এমপিওর জন্য প্রক্রিয়াকরণ করে ইনডেক্স দেয়া হয়েছে কিন্তু এখনো ইএফটিতে এমপিওর টাকা পাননি। এসব শিক্ষকদের আগামী ১৬ এপ্রিলের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে ইএফটিতে এমপিও টাকা পাঠানোর লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য বলা হলো।
এছাড়াও সে সব শিক্ষক-কর্মচারী জানুয়ারি বা মার্চ মাসে ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত-রি-এমপিও হয়েছেন তাদেরকেও ইএফটিতে এমপিওর টাকা পাঠানোর লক্ষ্যে এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে। তবে যেসব শিক্ষক-কর্মচারী জানুয়ারি বা মার্চ মাসে নতুনভাবে বা ট্রান্সফার অপশনের মাধ্যমে এমপিওভুক্ত-রি-এমপিও হয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠিয়েছেন তাদেরকে ফের তথ্য পাঠানোর প্রয়োজন নেই।
মডিউলে তথ্য পাঠানোর পর ডাউনলোডকৃত হার্ডকপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা দেয়ার অনুরোধ করা হলো।
এমন পরিস্থিতিতে, প্রতিষ্ঠান প্রধান থেকে অনলাইনে পাঠানো তথ্য এবং দাখিলকৃত হার্ডকপি ডকুমেন্ট যাচাই করে স্কুলের ক্ষেত্রে উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকরা কলেজের ক্ষেত্রে পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ১৭ এপ্রিলের মধ্যে অনলাইনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন। প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে দাখিল করা হার্ডকপি ডকুমেন্ট উপজেলা-থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকরা নিজ-নিজ দপ্তরে সংরক্ষণ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।