বিনোদন ডেস্ক : দাদাগিরির পুরনো এপিসোড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অনুষ্ঠানের সঞ্চালক সৌরভ গাঙ্গুলী বলে দিলেন— ‘ডিম আগে না মুরগি আগে এর সঠিক জবাব কী হবে।
কেউ না কেউ নিশ্চয়ই আপনাকে এর আগে প্রশ্ন করেছে— ‘ডিম আগে না মুরগি আগে’! আর আপনি কিছুতেই ভেবে বের করতে পারেননি এই ধাঁধার সঠিক জবাব কী হবে। কারণ মুরগি না এলে ডিম কোথা থেকে আসবে, আর ডিম না থাকলে মুরগিই বা কোথা থেকে আসবে। তবে সঠিক উত্তর কী হবে এবার তা বাতলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ‘দাদাগিরি’র মঞ্চে।
সম্প্রতি দাদাগিরির একটা পুরনো এপিসোড ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় সেটে হাজির বিশ্বনাথ বসু, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপা চক্রবর্তী। আর বিশ্বনাথকেই সৌরভ প্রশ্ন করেন— ডিম আগে না মুরগি? সেই জবাব দিতে পারেননি বিশ্বনাথ। তিনি ভেবেছিলেন প্রশ্নের আগে যেহেতু মুরগির আগে ডিম লেখা আছে, সেটিই হবে সঠিক জবাব।
কিন্তু সৌরভ বুঝিয়ে দেন, সঠিক উত্তর ‘ডিম’। কারণ প্রশ্নে কোথাও বলা হয়নি মুরগির ডিমের কথাই বলা হচ্ছে। আর আমাদের ইতিহাস বলে— প্রথম ডাইনোসরের ডিম পাওয়া গিয়েছিল। আর ওটাই ছিল পৃথিবীর প্রথম প্রাণী। তাই উত্তরটা ‘ডিম’ই হবে।
ছবিটি জুম করে দেখুন ছবিটির মধ্যে রয়েছে ৩টি পার্থক্য, খুঁজে বের করুন
প্রসঙ্গত ইংল্যান্ডের শেফিল্ড ও ওয়্যারউইক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক দীর্ঘদিন ধরেই এ বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন। তারা বলেছেন— মুরগির ডিমের খোলায় এক বিশেষ ধরনের প্রোটিন থাকে। এই প্রোটিনটির নাম Ovocleidin, এটি ছাড়া ডিমের খোলা তৈরি হবে না। আর এই প্রোটিনটি শুধু মুরগির জরায়ুতেই তৈরি হয়। এখন মুরগি যদি আগে না আসত, তাহলে এ বিশেষ প্রোটিনটিও তৈরি হতো ফলে আসত না ডিমও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।