ডিম ফুটে বেড়িয়ে এলো দুই মাথাওয়ালা বিশিষ্ট বিরল প্রজাতির সাপ

দুই মাথাওয়ালা বিশিষ্ট বিরল প্রজাতির সাপ

জুমবাংলা ডেস্ক : সাপ এমন একটা প্রাণী যেটাকে দেখে ভয় পায় সকলেই। কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা সাপের খেলা দেখায় বা সাপ ভালোবাসে। সোশ্যাল মিডিয়ায় প্রায় সাপের বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হতে দেখা যায় যেমন বাচ্চা ছেলে সাপ নিয়ে খেলছে, বা কোন ঠাকুরের পূজোয় সেখানে সাপের উপস্থিতি থাকলে মানুষ তাকে দুধ খাওয়াচ্ছে, এরকমই আরো অনেক ভিডিও। তবে এবার দেখা গেল সাপের অন্যরকম একটি ভিডিও যেখানে এক অদ্ভুত কর্মকাণ্ড ঘটতে দেখা গিয়েছে। যা দেখে রীতিমতো কপালে চোখ উঠেছে নেটিজেনদের।

দুই মাথাওয়ালা বিশিষ্ট বিরল প্রজাতির সাপ

সম্প্রতি এবার যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি ব্যক্তি হাতে একটি সাপের ডিম ধরে রয়েছেন। এবং ডিমটি ফেটে একটি সাপকে দেখতে পাওয়া যাচ্ছে ডিমের মধ্যে গুটি দিয়ে বসে আছে। যার গায়ের রং হলুদ। এবং ডিমটি ফেটে সাপটা বেরিয়ে আসতেই সেটিকে নড়চড় করতেও দেখা যাচ্ছে। সাপটিকে জন্মানোর সময় দেখে খুবই শান্ত বলে মনে হচ্ছে যা বড় হলে হয়তো ভয়ংকর রূপ নেবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি সাপটি গ্রামবাংলায় যেরকম দেখতে পাওয়া যায় সাধারণ সাপের মতো একদমই নয়। ডিম ফুটে জন্ম নেওয়া সাপটির রয়েছে দুইটি মাথা। অর্থাৎ দুটি মাথা যুক্ত সাপের জন্ম আপনারা দেখতে পাবেন ভিডিওটিতে।

YouTube video player

ভিডিওটি পোস্ট করা হয়েছে instagram এর একটি অ্যাকাউন্ট থেকে যার নাম ‘@snakes.empire’ যেখানে বহু রকম সাপের ভিডিও দেখতে পাওয়া গিয়েছে। তবে এই সাপের ভিডিওটি একটু অস্বাভাবিক এবং অন্য রকমের।

জাপানের গড় আয়ু কেন সবচেয়ে বেশি, জেনে নিন গোপন রহস্য

অনেকে ভিডিওটিতে কমেন্ট করেছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিতে ফলোয়ারের সংখ্যা ২৩.৯ হাজার হওয়ার কারণে ভিডিওটি প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যে ভিডিওটি লাইক করেছেন ৫৯.১৩০ হাজার মানুষ।