ডিম কতদিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে

ডিম কতদিন

জুমবাংলা ডেস্ক : বাজার থেকে ডিম কিনে এনেই ফ্রিজে তুলে রাখেন। যাদের বাসায় ফ্রিজ নেই তারা স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেন। অনেকেই বলেন ডিম ফ্রিজে রাখা ভালো না। ডিম কতদিন পর্যন্ত ভালো থাকবে সেটা নির্ভর করে তা সংরক্ষণের ওপর। অনেকেই সাধারণ ঘরের তাপমাত্রায় রান্নাঘরে ডিম সংরক্ষণ করেন। আবার কেউ ফ্রিজে রাখেন। ডিম সংরক্ষণের জন্য তাপমাত্রা প্রভাবক হিসেবে কাজ করে।

ডিম কতদিন

ডিম সংরক্ষণের সর্বোত্তম উপায় নিয়ে বহু বিতর্ক রয়েছে। মাছ বা মাংসের মতো ডিমও সঠিকভাবে সংরক্ষণ না করলে বিপজ্জনক ব্যাকটেরিয়া দ্বার আক্রান্ত হতে পারেন। সবচেয়ে বিপজ্জনক হলো সালমোনেলা।

যা খাদ্যে বিষক্রিয়ার কারণ হিসাবে পরিচিত। সালমোনেলা এমনই একটি বিপজ্জনক ব্যাকটেরিয়া যা ডিমে পাওয়া যায়। এটি খাদ্যবাহিত রোগের জন্য দায়ী। মুরগির মতো বিভিন্ন পশু-পাখির পরিপাকতন্ত্রে এই ব্যাকটেরিয়া থাকে। সে কারণেই ২৫টি ডিমের মধ্যে একটি সালমোনেলা দ্বারা দূষিত হয়।

বিশেষজ্ঞদের মতে, ডিম পরিষ্কার করে ফ্রিজে রাখা উচিত। ফ্রিজে রাখা ডিম দীর্ঘদিন ফ্রিজের বাইরে রাখলে ব্যাকটেরিয়া দূষণের সম্ভাবনা বেড়ে যায়। তাই ডিম ফ্রিজে রাখা উচিত কি না তা নির্ভর করে ডিম কেনা এবং কীভাবে সংরক্ষণ করা হয়েছে তার উপরেই।

স্যানিটাইজেশন প্রক্রিয়ার পরে যদি ডিম ফ্রিজে না রাখা হয় তবে আপনি সেগুলো সাধারণ ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করতে পারেন। ডিম আধা ঘণ্টা বা এক ঘণ্টার বেশি বাইরে রাখলে সংক্রমণের সম্ভাবনা বাড়ে।

সিঁড়ি দিয়ে ওঠানামা করলে কি দুর্বল হাঁটুর আরও ক্ষতি হয়

পোলট্রির ডিম শীতকালে ৭-১০ দিন পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রায় বাইরে রাখা যায়। গরমে সেই মেয়াদটা এসে ঠেকে ৩-৪ দিনে। এর পরে সময় পেরিয়ে গেলেই ডিম খারাপ হতে শুরু করে। অন্যদিকে ফ্রিজে রেখে ডিম ১৫ দিনের বেশি খাওয়া উচিত নয়।