১১ টাকার ডিম ১৫ টাকায় বিক্রি, লাখ টাকা জরিমানা

egg-2

জুমবাংলা ডেস্ক : রাজধানীর কালশীর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১১ টাকার ডিম ১৫ টাকায় বিক্রি করায় একটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়।

egg-2

বুধবার অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আব্দুল জব্বার বলেন, অভিযানে দেখা গেছে রিফাত এন্টারপ্রাইজ ডায়মন্ড এগ নামের ওই প্রতিষ্ঠান ১১ টাকা দরে কেনা ডিম ১৫ টাকা দরে বিক্রি করছে। এমনকি ডিম ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে তারা ক্যাশ মেমো সংরক্ষণ করছে না। প্রতিষ্ঠানটিতে কোনো মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি। এসব অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দেশের ৫৪টি জেলায় অধিদপ্তরের ৬১টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্সের আওতায় সরকারি-বেসরকারি দপ্তর বা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আব্দুল জব্বার।