আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার ব্যাপারে ইসরাইলকে সতর্ক করেছে মিসর। একইসাথে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটি।
সোমবার (২৯ জুলাই) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে বলেছে, নতুন এ যুদ্ধ ফ্রন্ট অঞ্চলটিকে সর্বাত্মক যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে।
এ সময় লেবাননকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করারও আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অঞ্চলকে বিপর্যয়কর পরিস্থিতি থেকে রক্ষার করার জন্য দৃষ্টি আকর্ষণ করে।
মিসরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ‘মানবিক দুর্ভোগের কাটানোর জন্য যত দ্রুত সম্ভব, গাজা যুদ্ধও শেষ করতে হবে।’ এ সময় একটি ব্যাপক যুদ্ধবিরতিরও আহ্বান জানানো হয়।
এদিকে, গত শনিবার ইসরাইল অধিকৃত গোলান ভূমিতে রকেট হামলা হয়। এতে ১২ ইসরাইলি নিহত হয়। এ ঘটনায় হিজবুল্লাহকে অভিযুক্ত করে ইসরাইল। কিন্তু তাদের ওই অভিযোগ প্রত্যাখ্যান করে হিজবুল্লাহ। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।