বিনোদন ডেস্ক : এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানেই উদযাপন করেছেন এবারের ঈদ। এর আগেও একবার দেশটিতে ঈদ করেছিলেন। তবে এবার মিস করছেন সব আপন মানুষদের।
ঈদের নামাজ শেষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে যারা পরিচিতজন যারা আছেন তাদের সঙ্গে দেখা করা পাশাপাশি ঢাকায় সবার সঙ্গে কথা বলেই দিনটা পার করছেন তিনি।
জায়েদ খান বলেন, বাবা-মায়ের কবরে যাওয়া মিস করছি। তাদের কথা খুব মনে পড়ছে। ভাই-বোনদের মিস করছি, মায়ের মত বোন যে তাকে খুব বেশি মিস করছি এবার।
সেই সঙ্গে সব আপন মানুষরা তো রয়েছেনই। বাবা-মা বেঁচে থাকাকালীন প্রতি ঈদেই তাদের কাছ থেকে সালামি পেতেন জায়েদ খান। এবার সেটাও মিস করছেন বলে জানালেন।
শৈশবের স্মৃতি ঘেঁটে তিনি বললেন, আমি পিরোজপুরের শৈশবের ঈদটাকে মিস করি খুব।
বাবা আমাকে লুকিয়ে অন্যদের থেকে বেশি সালামী দিতেন। একবার বাবা জুতা কিনে দিয়েছিলেন, আমি সেটা বালিশের পাশে নিয়ে ঘুমিয়েছিলাম। এখনো মাঝেমধ্যেই সেসব দিনগুলোর কথা মনে পড়ে, বিশেষ করে ঈদে।
ঈদে সালামি দিতেও পছন্দ করেন জায়েদ খান আবার নিতেও। সর্বোচ্চ সালামি পেয়েছেন এক লাখ টাকা, আবার দিয়েছেনও তবে সেটা তার কোনো এক প্রিয় মানুষকে।
তিনি বলেন, এখন পর্যন্ত সর্বোচ্চ সালামি পেয়েছি এক লাখ টাকা। গত ঈদে ডিপজল ভাই দিয়েছিলেন আমাকে। আর আমি সর্বোচ্চ দিয়েছিলাম আমার এক প্রিয় মানুষকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।