বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: একের পর এক নতুন ফিচার আনছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেট করছে তারা। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। বাড়ছে ব্যবহারকারীর সংখ্যাও।
এদিকে স্মার্টফোন ব্যবহারকারীর প্রায় সিংহভাগই ইন্টারনেট ব্যবহার করেন। আর ইন্টারনেট ব্যবহার করেন অথচ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। ব্যক্তিগত মেসেজ পাঠানো বা বন্ধু-প্রিয়জনদের সঙ্গে চ্যাট করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্যও ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ। দিনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে চোখের উপর বেশ প্রভাব পড়ে। যে কারণে স্মার্টফোনে রয়েছে ডার্ক মোড।
এই সুবিধা অনেক আগেই এনেছে ফেসবুকও। তবে এবার হোয়াটসঅ্যাপেও এই সুবিধা পাবেন। ব্যবহারকারীর চোখের সুরক্ষার কথা মাথায় রেখেই এই ফিচার চালু করা হয়েছিল হোয়াটসঅ্যাপে অনেকদিন আগেই। তবে এখনো অনেকেই জানেন না এই ফিচারটি সম্পর্কে।
হোয়াটসঅ্যাপের ডার্ক মোডটি সবুজ ও কালো রঙের মধ্যে তৈরি করা হয়েছে। কনটাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ড থাকে কালো রঙের। তার উপরে যাবতীয় কনটাক্টগুলো থাকে সাদা অক্ষরে। যখন কোনো একটি নির্দিষ্ট চ্যাট উইন্ডো ওপেন করা হয়, তখন সেই উইন্ডোর ব্যাকগ্রাউন্ডে থাকে বিভিন্ন আইকন।
চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই ফিচারটি আপনার অ্যাকাউন্টে চালু করবেন-
অ্যান্ড্রয়েড ফোনে ডার্ক মোড চালু করতে-
> প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
> স্ক্রিনের একদম উপরের ডানদিকে রয়েছে থ্রি ডট মেনু দেখতে পাবেন। ওই অপশনে ক্লিক করুন।
> এরপর একটি ড্রপ ডাউন মেনু খুলে যাবে। সেখানে চ্যাট অপশন (Chat Option) দেখা যাবে। সেখানে ট্যাপ করুন।
> সেখানেই রয়েছে থিম অপশন। তার উপর ট্যাপ করতে হবে।
> ওই অপশনের উপর Dark সেটিং অপশনের উপর ক্লিক করলেই হোয়াটসঅ্যাপের ডার্ক মোড অন হবে।
আইফোনে ডার্ক মোড চালু করতে-
> প্রথমে আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপের সেটিংসে ক্লিক করুন।
> এরপর সেখানে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে ট্যাপ করুন।
>এখানেই পেয়ে যাবেন ডার্ক মোড অপশন। ওই অপশনের উপর ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপ ডার্ক মোডে পরিবর্তন হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।