এই মাসে চীনের বাজারে ওপ্পো তাদের নতুন K13 Turbo সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। যেসব ইউজাররা হেভি গেমিং এবং হাই পারফরমেন্সের জন্য ফোন কিনতে চাইছেন, এই সিরিজ বিশেষ করে তাদের জন্য ডিজাইন করা হয়েছে। এই সিরিজের অধীনে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে নতুন টিজারের মাধ্যমে অফিসিয়ালি এই সিরিজের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo K13 Turbo সিরিজের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
নতুন টিজারের মাধ্যমে জানানো হয়েছে আগামী 21 জুলাই চীনের লোকাল সময় অনুযায়ী দুপুর 2:30 টা লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে, এই ইভেন্টের মঞ্চ থেকে ওপ্পো অফিসিয়ালি তাদের K13 Turbo সিরিজ লঞ্চ করবে।
এই সিরিজে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটি লঞ্চ করা হবে।
কোম্পানির পক্ষ থেকে জারি করা টিজারের মাধ্যমে Oppo K13 Turbo সিরিজের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। ফোনটি অ্যাক্টিভ কুলিং ফ্যান সহ দেখা গেছে। এটি প্রাইমারি ক্যামেরার নিচে দেওয়া হয়েছে।
এই ফ্যানে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট সুবিধা থাকবে, ফলে আরও ভালো পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে RGB লাইটিঙের মতো ইউনিক ফিচারও থাকবে।
Oppo K13 Turbo সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনে 6.8 ইঞ্চির ফ্ল্যাট OLED LTPS প্যানেল দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিনে 2800 x 1280 পিক্সেল রেজোলিউশন এবং 144Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
প্রসেসর: সম্প্রতি Geekbench সাইটে Oppo K13 Turbo Pro ফোনটি Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 16GB RAM ভেরিয়েন্টে দেখা গিয়েছিল। তবে ভ্যানিলা Oppo K13 Turbo মডেলে MediaTek Dimensity 8450 প্রসেসর থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরা: উভয় ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
অন্যান্য ফিচার: ফোনটিতে প্ল্যাস্টিক ফ্রেম, শর্ট ফোকাস ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং RGB লাইটিঙের মতো ফিচার থাকবে। একইসঙ্গে Oppo K13 Turbo সিরিজে IPX8 সার্টিফিকেশন দেওয়া হবে।
কালার অপশন: Oppo K13 Turbo ফোনটি Black Warrior, First Purple এবং Knight White কালার অপশনে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটি Black Warrior, First Purple ও Knight Silver এর মতো কালার অপশনে পেশ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।