জুমবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এই মুহূর্তে নির্বাচন হলে ৯০ ভাগ সিট পাবে বিএনপি। তিনি বলেন, নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর হলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হওয়া উচিত তিন মাস।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা সরকারি কলেজ মাঠে ৫৪তম বিজয় উৎসব উদযাপন উপলক্ষে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
ফজলুর রহমান আরও বলেন, যারা মুক্তিযুদ্ধ মানে না, তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক। জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক মানে, তারা মুক্তিযোদ্ধাদের অপমান করতে পারে না।
তিনি বলেন, ছাত্র আন্দোলনে আবু সাঈদের বুকে গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু দৌড় দেয়নি। প্রথমেই আমি বলেছিলাম এই আবু সাঈদ হলো একবিংশ শতাব্দীর বীরশ্রেষ্ঠ।
ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি উম্মে কুলসুম রেখা, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ।
গণহত্যাকারী, সন্ত্রাসীদের বিএনপিতে কোনও ঠাঁই নাই : মির্জা ফখরুল
বক্তব্যের আগে দলের পক্ষ থেকে তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের ৭২ জন বীর মুক্তিযোদ্ধাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।