বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চাইতে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্ল্যাটফরমগুলোতেও নিত্যনতুন কনটেন্টের সমারোহ। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহেও বেশ কয়েকটি প্রত্যাশিত ছবি এবং ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে।
যেগুলো দর্শকদের মাঝে সাড়াও ফেলেছে দারুণ। চলুন, জেনে নেওয়া যাক কোন প্ল্যাটফরমে দেখতে পাবেন কোন কোন সিনেমা-সিরিজ।
ব্যাচেলর পয়েন্ট : সিজন ৫ (পর্ব ৯-১৬)
‘ব্যাচেলর পয়েন্ট : সিজন ৫’ ওটিটি প্ল্যাটফরম বঙ্গ তে দেখা যাচ্ছে ১০ জুলাই থেকে। বন্ধুত্ব, আড্ডা আর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঝামেলার গল্পের নতুন অধ্যায় শুরু হয়েছে।
আগের পর্বগুলোর রেশ কাটতে না কাটতেই এবার আসছে আরো জমজমাট সব ঘটনা। একমাত্র কর্মচারী শিমুলকে নিয়ে পাশার ব্যবসার পরিসর বাড়ছে ঠিকই, কিন্তু এই অগ্রযাত্রার শেষ কোথায়? হাবুর গোছানো সংসারে বজরা জাকিরের প্রবেশ যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। অন্যদিকে, লামিয়াকে ঘিরে শিমুল আর জাকিরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে। তবে সবার নজর থাকবে একজনের দিকে, তিনি হলেন মতলব!
এবারের সিজনে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা প্রমুখ।
‘দি একেন : বেনারসে বিভীষিকা’
কলকাতার জনপ্রিয় গোয়েন্দা সিরিজের চরিত্র একেন বাবুর সর্বশেষ সিনেমা ‘দি একেন : বেনারসে বিভীষিকা’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফরম হইচইয়ে। এর আগে ১৬ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল এই সিনেমা। ‘বেনারসে বিভীষিকা’ পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়। সিনেমায় দেখা গেছে বেনারসের ঘুরতে যান একেনবাবু এবং তার দুই বন্ধু। কিন্তু সেখানে গিয়েও গোয়েন্দাগিরিতে জড়িয়ে পড়েন তারা।
একেন চরিত্রে বরাবরের মতই আছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। আর দুই সঙ্গী বাপি বাবু এবং প্রমথ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। খল চরিত্রে এসেছেন শাশ্বত চট্টোপাধ্যায়।
‘আপ জেয়সা কোই’
শুক্রবার থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে রোমান্টিক গল্পের সিনেমা ‘আপ জেয়সা কোই’। বিবেক সোনি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আর. মাধবন, ফাতিমা সানা শেখ, আয়েশা রাজা। গল্পের কেন্দ্রে রয়েছেন শ্রীরেনু ত্রিপাঠি ,যিনি জামশেদপুরের এক শান্তশিষ্ট, সংস্কৃত পড়ানো অধ্যাপক। তার একঘেয়ে জীবনের গতিপথ পাল্টে যায় মধু বোস নামের এক প্রাণবন্ত ফরাসি শিক্ষিকার সঙ্গে পরিচয় হয়ে। একসময় প্রেমের সম্পর্ক গড়ে উঠে দুজনের মধ্যে। তবে এই প্রেমের গল্প জটিল করে তোলে সমাজের বাঁধাধরা রীতিনীতি আর পারিবারিক চাপ।
‘নারিভেত্তা’
মালায়ালম সিনেমা ‘নারিভেত্তা’ দেখা যাচ্ছে সনি লাইভে। অনুরাজ মনোহরের পরিচালনায় এতে অভিনয় করেছেন টোভিনো থমাস, সুরাজ ভেঞ্জারামধু, প্রিয়াম্ভেদা কৃষ্ণান। কেরালার এক পাহাড়ি আদিবাসী গ্রামের কিছু ঘটনা নিয়ে বানানো হয়েছে সিনেমাটি। এই সিনেমার এক চরিত্র পিটার ভার্ঘিস এক সৎ ও দ্বিধান্বিত পুলিশ কনস্টেবল। পিটারের কর্মস্থলে বসবাসকারী আদিবাসীদের উচ্ছেদে নামে বন বিভাগ। এ সময় পেশাগত দায়িত্ব এবং নৈতিক বিবেকের টানাপোড়েনে ছিন্নভিন্ন হয়ে পড়ে ভার্ঘিস। কাকে বাঁচাবে সে আইন না আদর্শ? এমনই গল্পে এগিয়ে যায় সিনেমা।
কমমূল্যে আসছে HMD Bold – থাকছে ৫০MP ক্যামেরা, ৯০Hz ডিসপ্লে ও অন্যান্য ফিচার
‘মুনওয়াক’
কেরালার আশি দশকের ব্যতিক্রমী ব্রেকডান্স সংস্কৃতি ও যুবসমাজের নৃত্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মুনওয়াক’ সিনেমা। বিনোদ এ. কে পরিচালিত এই সিনেমায় দেখা গেছে একগুচ্ছ নতুন তরুণ মুখ। চিত্রনাট্যে দেখানো হয়েছে মাইকেল জ্যাকসনের সেই জাদুকরী নাচের পদক্ষেপ তরুণদের জীবনের অনুপ্রেরণা, যা তাদের জীবনের নতুন অর্থ খুঁজে দেয়। সিনেমায় অভিনয় করেছেন সিবি কুট্টাপ্পান, ঋষি কৈনিক্কার। জিও হটস্টারে দেখা যাচ্ছে সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।