ঈদে ৩ ট্রেনের চলাচল টানা ১১ দিন বন্ধ

Tran

জুমবাংলা ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের শিডিউল বিপর্যয় এড়ানো এবং সময়ানুবর্তীতা বজায় রাখার লক্ষ্যে আন্তঃদেশীয় তিন ট্রেনের চলাচল টানা ১১ দিন বন্ধ রাখতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন তিনটি হলো মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস।

Tran

ঢাকায় রেল ভবনের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার সাহাদাত আলী।

তিনি বলেন, আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন ৭ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

শুধু মিতালী এক্সপ্রেস (৩১৩২) ট্রেন জলপাইগুড়ি থেকে ১৭ এপ্রিল ছেড়ে আসবে। আগামী ১৮ এপ্রিল থেকে সবকটি আন্তঃদেশীয় ট্রেনটি আবারও শিডিউল অনুযায়ী চলাচল করবে।

এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি : মাহিয়া মাহি

সরদার সাহাদাত আলী বলেন, ৮ এপ্রিল রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানী তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।